Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৩ মে, ২০২০)

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে ঈদের কেনাকাটার জন্য মার্কেটে এসেছেন অনেকেই। হাসান মার্কেট, বন্দরবাজার, সিলেট, ১৩ মে। ছবি: আনিস মাহমুদ
করোনাভাইরাসের প্রার্দুভাবের এই সময়ে সামাজিক দূরত্ব না মেনে সাপ্তাহিক বাজারে নিত্যপণ্য কেনাবেচা করতে মানুষের ভিড়। গতকাল সকাল সাড়ে আটটায় খাগড়াছড়ির গুইমারা বাজার এলাকায়। ছবি: নীরব চৌধুরী
সারা দিনের তীব্র গরমের পর নেমেছে স্বস্তির বৃষ্টি। এর মধ্যে পিপিই পরে ছাতা মাথায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এক পুলিশ সদস্য। বিজয় সরণি, ঢাকা, ১৩ মে। ছবি: আশরাফুল আলম
নিয়মনীতি মানার শর্তে বুধবার খুলেছে খুলনার কেনাকাটার প্রাণকেন্দ্র কেডিএ নিউমার্কেট। তবে শিশুদের প্রবেশ নিষেধ, তাই অনেকেই শিশু নিয়ে কেনাকাটা করতে এসে বিপাকে পড়েছেন। অবশেষে পরিবারের একজন শিশু নিয়ে বাইরে অপেক্ষা করেছেন, অন্যরা কেনাকাটা করতে নিউমার্কেটের ভেতরে গিয়েছেন। খুলনা নিউমার্কেটের সামনে, ১৩ মে। ছবি: সাদ্দাম হোসেন
অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে নিয়মনীতি মানার শর্তে বুধবার খুলেছে খুলনার কেনাকাটার প্রাণকেন্দ্র কেডিএ নিউমার্কেট। তবে শিশুদের প্রবেশ নিষেধ, তাই অনেকেই শিশু নিয়ে কেনাকাটা করতে এসে বিপাকে পড়েছেন। খুলনা নিউমার্কেটের সামনে, ১৩ মে। ছবি: সাদ্দাম হোসেন
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সিলেটে নামমাত্র লকডাউন চলছে। দিনে দিনে শহরের সড়কে বাড়ছে লোকজনের উপস্থিতি, বেড়েছে যানবাহনের চলাচল। নগরের কোথাও কোথাও যানজটের সৃষ্টি হচ্ছে। কোর্ট পয়েন্ট, সিলেট, ১৩ মে। ছবি: আনিস মাহমুদ
সব শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ও ফি এক বছরের জন্য মওকুফ ও করোনাকালীন ম্যাচ ভাড়া মওকুফের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সাতমাথা এলাকা, বগুড়া, ১৩ মে। ছবি: সোয়েল রানা
মর্জিনা (সামনে) ও আমেনা দুজনই সাহায্য–সহযোগিতা নিতে শহরে এসেছেন। বাড়ি ওদের গাবতলী উপজেলার হামিদপুর গ্রামে। সংসারে অভাব–অনটনের জন্য শহরে মানুষের বাড়িতে ঘুরে ঘুরে সাহায্যে নিচ্ছেন। ঘুরে ঘুরে হাঁপিয়ে ওঠায় বসে একটু গা জিরিয়ে নিচ্ছেন। সেউজগাড়ী কার মাইকেল সড়ক, বগুড়া, ১৩ মে । ছবি: সোয়েল রানা