Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৩ সেপ্টেম্বর ২০১৭)

পানিতে নদী ভরপুর। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে বাঁধা ফেরির মোটা শক্ত রশি ঝুলে আছে পানি সমান হয়ে। এ সুযোগে একদল শিশু দুরন্তপনায় মেতে উঠেছে। ছবি: এম রাশেদুল হক
বুধবার দুপুরের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর ফকিরাপুল এলাকায়। সেই পানিতে সাঁতার কাটার চেষ্টা করছে দুই কিশোর। ছবি: সাইফুল ইসলাম
ঠেলা জাল দিয়ে মাছ ধরছে এক কিশোর। ছবিটি আজ বুধবার সিলেট সদরের বাওরকান্দি হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
শিকার ধরার জন্য বিলের মধ্যে একটি পিলারের ওপর বসে আছে এক পানকৌড়ি। ছবিটি আজ বুধবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দোবাগীর হাওর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
শরণার্থীশিবিরে অস্থায়ী ছাউনি বানাতে বাঁশ নিয়ে যাচ্ছেন এক রোহিঙ্গা। ছবিটি আজ বুধবার কক্সবাজার থেকে তোলা। ছবি: রয়টার্স
মেঘের আড়ালে ঢাকা পড়েছে সূর্য। ছবিটি আজ বুধবার মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
গবাদিপশুর জন্য ঘাস কেটে নৌকায় করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। ছবিটি আজ বুধবার সিলেট সদরের বাইশটিলা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
বুধবার সন্ধ্যার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছের এভাবে ঘরবাড়ি পুড়তে দেখা যায়। ছবিটি কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের বাগানের গাছে ঝুলছে ‘তাইওয়ান গ্রিন’ আম। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: প্রথম আলো
ফরিদপুর শহরের শ্রীঅঙ্গন কুমে জাল ফেলে মাছ ধরছেন লোকজন। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে আজ বুধবার রাজধানীর মিরপুরে মানববন্ধনের আয়োজন করে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ অ্যান্ড শাক্যমুনি বৌদ্ধ বিহার। ছবি: সাবিনা ইয়াসমিন
অস্ট্রেলিয়ার সিডনির একটি চিড়িয়াখানায় পাঁচ বছর বয়সী এক বাঘকে দেখা যাচ্ছে। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: এএফপি
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ বুধবার ঢাকায় মিয়ানমার দূতাবাস ঘেরাও করতে গেলে শান্তিনগর মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। ছবি: সাইফুল ইসলাম
সিলেট নগরের শিবগঞ্জ লামাপাড়ার গলির মুখে বুধবার বিকেলে ছাত্রলীগের কর্মী জাকারিয়া মোহাম্মদ মাসুমকে (২৪) ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মাসুমের মৃত্যুর খবরে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে কান্নায় ভেঙে পড়েন ছাত্রলীগের নেতা-কর্মী ও স্বজনেরা। ছবি: আনিস মাহমুদ
বেসরকারি উদ্যোগে দেওয়া ত্রাণসামগ্রীর জন্য রোহিঙ্গাদের ভিড়। ছবিটি বুধবার দুপুরে কক্সবাজারের টেকনাফের বালুখালী এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
সহিংসতার কারণে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিবন্ধনের কাজ চলছে। কক্সবাজারের টেকনাফের কুতুপালং শরণার্থীশিবিরে নিবন্ধিত হতে রোহিঙ্গা নর-নারীদের দীর্ঘ লাইন। ছবিটি বুধবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম
খাগড়াছড়ি সদরের কাপতলা জুম থেকে মারপা সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন এক জুম চাষি। প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করে সেই অর্থে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনবেন। ছবিটি বুধবার বিকেলে খাগড়াছড়ি সদরের চেলাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
বৃষ্টি হলেই তলিয়ে যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোড। ছবিটি বুধবার দুপুরে বৃষ্টির পর তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
রাজধানীতে দুপুরের বৃষ্টিতে জমে যাওয়া পানিতে যানবাহন পরিষ্কারে ব্যস্ত এরা৷ ছবিটি বুধবার বৃষ্টির পর রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
বুধবার দুপুরের বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাজধানীর ফকিরাপুল এলাকায় বিকল হয়ে যাওয়া যানবাহন ঠেলতে সাহায্য করছে কিছু কিশোর। ছবি: সাইফুল ইসলাম
বুধবার দুপুরের বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাজধানীর ফকিরাপুল এলাকায় জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ছবি: সাইফুল ইসলাম
বুধবার দুপুরের বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাজধানীর ফকিরাপুল এলাকায় জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ছবি: সাইফুল ইসলাম