Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৪ এপ্রিল ২০১৯)

বাংলা নতুন বছরের প্রথম দিনটি নানাভাবে উদ্‌যাপন করছে বাঙালি। শিশুর গালে নকশা আঁকছেন শিল্পী। রমনা পার্ক, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: আবদুস সালাম
মঙ্গল শোভাযাত্রার পর ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার প্রতিবাদে শোক-মিছিল। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৪ এপ্রিল। ছবি: হাসান রাজা
চারুকলা থেকে শোভাযাত্রার প্রচলন হয়েছিল ১৯৮৯ সালে। ১৯৯৬ সাল থেকে চারুকলার এই আনন্দ শোভাযাত্রা ‘মঙ্গল শোভাযাত্রা’ নামকরণ হয়। শাহবাগ, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: আবদুস সালাম
মঙ্গল শোভাযাত্রায় নানা রঙের মুখোশ। শাহবাগ, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: আবদুস সালাম
স্বাগত বাংলা নববর্ষ ১৪২৬। বরাবরের মতো এবারও নতুন বছরকে বরণ করে নিল ছায়ানট। রমনার বটমূল, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: আবদুস সালাম
নারী ও শিশুরা নিরাপদে থাকুক—এই হোক নতুন বছরের প্রত্যাশা। এমন দাবি নিয়ে ঢাকার মিরপুরের একটি পরিবারের সদস্যরা শাহবাগে অবস্থান নিয়েছেন। শাহবাগ, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: জামিল খান
নববর্ষের অনুষ্ঠানে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রমনা পার্কে ঢোকার আগে ব্যাগ তল্লাশি করছেন পুলিশের এক পুলিশ। রমনা পার্ক, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: আবদুস সালাম
মঙ্গল শোভাযাত্রায় বাঘ ও বকের অনুষঙ্গ। শোভাযাত্রার আগের ছবি। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৪ এপ্রিল। ছবি: আবদুস সালাম
মঙ্গল শোভাযাত্রায় প্রতীকী অবয়বগুলো দেখতে এসেছে মা ও মেয়ে। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৪ এপ্রিল। ছবি: আবদুস সালাম
ঐতিহ্য অনুযায়ী ভোরে গানে গানে বাংলা নতুন বছরকে বরণ করেন ছায়ানটের শিক্ষার্থীরা। রমনা পার্ক, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: সাইফুল ইসলাম
মঙ্গল শোভাযাত্রায় প্যাঁচা। সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। শাহবাগ, ঢাকা, ১৪ এপ্রিল। ছবি: হাসান রাজা
দলীয় নৃত্য, আবৃত্তি ও গানের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরের সিআরবি শিরীষতলায় বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। সিআরবি শিরীষতলা, চট্টগ্রাম, ১৪ এপ্রিল। ছবি: জুয়েল শীল
চট্টগ্রাম নগরের সিআরবি শিরীষতলায় বর্ষবরণের অনুষ্ঠান। ছবি: জুয়েল শীল
বর্ষবরণ উপলক্ষে সিআরবি রেলওয়ের সাত রাস্তার মোড়ে বলী খেলার আয়োজন করা হয়। সেই খেলা দেখতে হাজারো দর্শক জড়ো হন। খেলায় অংশ নেন বিভিন্ন বয়সী অর্ধ শতাধিক বলী। সিআরবি এলাকা, চট্টগ্রাম, ১৪ এপ্রিল। ছবি: জুয়েল শীল
নতুন বছরকে স্বাগত জানাতে জাতীয় প্রেস ক্লাবে আলোকচিত্র প্রদর্শন। উদ্বোধনের পর প্রদর্শনী ঘুরে দেখেন প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ। ছবি: জিয়া ইসলাম
কলকাতাস্থ উপহাইকমিশনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রায় ছিল বিভিন্ন মুখোশ, ব্যানার, ফেস্টুন এবং চিরায়ত বাংলার নানা প্রতীক। ছবি: ভাস্কর মুখার্জি