Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৪ জুন ২০১৯)

বছিলায় বাঁশ দিয়ে ভিন্ন ধরনের এই খেলাঘর তৈরি করেছেন বুয়েট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। পথশিশুদের উন্নয়নে কর্মরত লিডো পিস হোম নামের একটি সংগঠনের প্রস্তাবে বাঁশ দিয়ে পরিবেশবান্ধব এই খেলাঘর তৈরি করা হয়। মোহাম্মদপুর, ঢাকা, ১৪ জুন। ছবি: দীপু মালাকার
বিক্রির জন্য সারি করে রাখা হয়েছে গাড়ি। ক্রেতারা ঘুরে ঘুরে গাড়ি দেখছেন। মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী উচ্চবিদ্যালয় মাঠে প্রতি শুক্রবার বসে পুরোনো গাড়ির কেনাবেচার হাট। ঢাকা, ১৪ জুন। ছবি: দীপু মালাকার
ছুটির দিন তাই খেয়া পারাপারে নেই ব্যস্ততা। বুড়িগঙ্গার পাড়ে ভিড়ে আছে নৌকাগুলো। বাবু বাজার, ঢাকা, ১৪ জুন। ছবি: আশরাফুল আলম
রমনা পার্কে ফুল বিক্রি করে শিশুটি। পার্কের বেঞ্চে ঘুমিয়ে পড়েছে সে। রমনা পার্ক, ঢাকা, ১৪ জুন। ছবি: আক্কাস মাহমুদ
প্রচণ্ড গরমের পর হঠাৎ বৃষ্টি পেয়ে গা জুড়াতে নেমে গেছে ওরা। রেলস্টেশন, ময়মনসিংহ, ১৪ জুন। ছবি: আনোয়ার হোসেন
বৃষ্টির পানিতে ভিজে টুব টুব ঝুমকো জবা ফুল। পশ্চিম কাঁঠালতলী, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৪ জুন। ছবি: পলাশ বড়ুয়া
নারকেলগাছে শিল্পের কারিগর বাবুই পাখির বাসা। দক্ষিণগোলাবাড়ি এলাকা, খাগড়াছড়ি শহর, ১২ জুন। ছবি: নীরব চৌধুরী
রঙ্গন ফুলে এসেছে রঙিন প্রজাপতি। দক্ষিণগোলাবাড়ি এলাকা, খাগড়াছড়ি শহর, ১২ জুন। ছবি: নীরব চৌধুরী
চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পর বন্দরে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম, ১৪ জুন। ছবি: জুয়েল শীল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পশ্চিম পাশের সাদামাটা সমাধিটি দেখে বোঝার উপায় নেই এখানেই চিরনিদ্রায় শায়িত মসনদ-ই-আলা ঈশা খানের ছেলে মুসা খান। বাবার মৃত্যুর পর মুসা খান ১৫৯৯ খ্রিষ্টাব্দে সোনারগাঁয়ের মসনদের অধিকারী হন। ১৬২৩ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন তিনি। ঢাকা, ১৪ জুন। ছবি: আবদুস সালাম
মোটরসাইকেল সার্ভিসিং ও যন্ত্রাংশ বিক্রির দোকানের সাইনবোর্ডের ওপর রাখা হয়েছে একটি আস্ত মোটরসাইকেল। বছিলা রোড, মোহাম্মদপুর, ঢাকা, ১৪ জুন। ছবি: দীপু মালাকার
বাঁশের তৈরি পরিবেশবান্ধব খেলাঘরে খেলায় মেতেছে শিশু-কিশোরেরা। পথশিশুদের উন্নয়নে কর্মরত লিডো পিস হোম নামের একটি সংগঠনের প্রস্তাবে বাঁশ দিয়ে পরিবেশবান্ধব এই খেলাঘর তৈরি করেন বুয়েট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। সব বয়সের শিশু-কিশোরের জন্য উন্মুক্ত এই খেলাঘর। বছিলা, মোহাম্মদপুর, ঢাকা, ১৪ জুন। ছবি: দীপু মালাকার