Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৫ অক্টোবর ২০১৮)

বৈদ্যুতিক তারের খুঁটি ঢেকে গেছে গুল্মলতায়। ফার্মগেট, ১৫ অক্টোবর। ছবি: দীপু মালাকার
উত্তাল মেঘনায় মাছ ধরতে বেরিয়েছিল শিশু-কিশোর। পরে কোস্টগার্ড দেখে তারা সরে যায়। তুলাতুলি মেঘনা, ধনিয়া, ভোলা সদর, ১৩ অক্টোবর। ছবি: নেয়ামতউল্যাহ
রেইনট্রি গাছের ডালে বসে গা শুকাচ্ছে বৃষ্টিভেজা বুলবুলি। আলীয়া মাদ্রাসা সড়ক, চরনোয়াবাদ, ভোলা সদর, ১৩ অক্টোবর। ছবি: নেয়ামতউল্যাহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের এই মিলনায়তনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মিলনায়তনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। খসে পড়ছে ছাদের পলেস্তারা। পরিত্যক্ত হলেও এখনো এখানে খেলাধুলা করেন শিক্ষার্থীরা। ঢাকা, ১৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধীদের শোভাযাত্রা। জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা আয়োজিত শোভাযাত্রায় এক কর্মী। তোপখানা রোড, ঢাকা, ১৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম
ট্রাফিক সিগন্যালে একটি বাসের গা-ঘেঁষে আরেকটি বাস থামানো থাকে। এর ফলে যাত্রীদের বাধ্য হয়েই এভাবে ঝুঁকি নিয়ে দুই বাসে মধ্যবর্তী সরু জায়গা দিয়েই বাসে উঠতে এবং বাস থেকে নামতে হয়। নীলক্ষেত মোড়, ঢাকা, ১৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম
১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন-কক্ষের ছাদ ধসে ৪০ ছাত্রের মৃত্যু হয়। দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়। জগন্নাথ হলের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। ঢাকা, ১৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম
১৯৮৫ সালের ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তৎকালীন অনুদ্বৈপায়ন ভবনের টেলিভিশন-কক্ষের ছাদ ধসে ৪০ ছাত্রের মৃত্যু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস হিসেবে পালিত হয় দিনটি। জগন্নাথ হল প্রাঙ্গণে সংরক্ষিত অনুদ্বৈপায়ন ভবনের সিঁড়ি। ঢাকা, ১৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকালে বোধন আমন্ত্রণ ও অধিবাসে ভক্তরা। ঢাকা, ১৫ অক্টোবর। ছবি: দীপু মালাকার
বিজ্ঞাপনের জন্য বিশাল আকৃতির এলইডি স্ক্রিন স্থাপন করা হচ্ছে রাজধানীর নীলক্ষেত মোড়ে। সেটি স্থাপনের কাজে ব্যস্ত কয়েকজন। ঢাকা, ১৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম
বুয়েটের প্রধান ফটকের সামনে পদচারী-সেতুটির প্রবেশমুখগুলো অনেক দিন থেকে টিন ও কাঁটাতার দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। নিরাপত্তার কারণে এটি বন্ধ রাখা হয়েছে। ঢাকা, ১৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম
আইসক্রিম খেতে খেতে গল্পে মশগুল দুই নারী। আর পাশেই অপর নারী প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। কউলুন, ভিক্টোরিয়া পোতাশ্রয়, হংকং, ১৫ অক্টোবর। ছবি: এএফপি
ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ৯টি ধারা সংশোধনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশের সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। মানববন্ধনে বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকেরা অংশ নেন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৫ অক্টোবর। ছবি: এএফপি
ইসরায়েলের জেরুজালেমের স্থানীয় নির্বাচনের এক প্রার্থী সমর্থকদের সঙ্গে বৈঠক করছেন। সেখানেই বৈঠকের মাঝখানে বসে আছে এই মুরগি। জেরুজালেম, ইসরায়েল, ৪ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স
ইসরায়েল ও সিরিয়া সীমান্তে গোলান মালভূমিতে নজরদারিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা। কুয়েনিত্রা, গোলান মালভূমি, ১৫ অক্টোবর। ছবি: রয়টার্স
বয়সের ভারে নিজের চলাচল করা কঠিন। কিন্তু জীবনের প্রয়োজনে তিনি লোটাস ফুল বিক্রি করছেন। ফেনম, পেনাহ, কম্বোডিয়া, ১৫ অক্টোবর। ছবি: রয়টার্স
যৌন হেনস্তার অভিযোগ ওঠায় ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে দেশটির সবচেয়ে পুরোনো এবং বর্তমান বিরোধী দল কংগ্রেস। আর বিক্ষোভ করায় কংগ্রেসের এক কর্মীর গলা চিপে ধরে আটক করছেন পুলিশের সদস্যরা। নয়াদিল্লি, ভারত, ১৫ অক্টোবর। ছবি: রয়টার্স
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। খামারবাড়ি পূজামণ্ডপে আগত ভক্তরা। ঢাকা, ১৫ অক্টোবর। ছবি: সাবরিনা ইয়াসমীন
রাজধানীর তেজগাঁও এলাকার কুনিপাড়ায় টিন দিয়ে তৈরি করা হচ্ছে দোতলা ঘর। কম ভাড়ায় এসব ঘরে ভাড়া নিয়ে ঝুঁকিতে থাকেন বাসিন্দারা। হাতিরঝিল, ঢাকা, ১৫ অক্টোবর। ছবি: দীপু মালাকার