Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৫ আগস্ট ২০১৮)

জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। মজমপুর এলাকা, কুষ্টিয়া শহর, ১৫ আগস্ট। ছবি: তৌহিদী হাসান
জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ধানমন্ডি ৩২ নম্বর, ঢাকা, ১৫ আগস্ট। ছবি: ফোকাস বাংলা
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এই দিনে দেশটি ব্রিটিশ উপনিবেশের হাত থেকে মুক্তি পায়। স্বাধীনতার ৭১তম বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লির রেড ফোর্টে জাতির উদ্দেশে ভাষণ দেন। সেখানে তিনি বলেন, ২০২২ সালে ভারত মহাশূন্যে মানুষ পাঠাবে। ভাষণ শেষে মোদি সেখানে থাকা শিশুদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটান। নয়াদিল্লি, ভারত, ১৫ আগস্ট। ছবি: রয়টার্স
জাপানের সম্রাট আকিহিতো (বাঁয়ে) ও সম্রাজ্ঞী মিচিকো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৭৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজির হন তাঁরা। বুদোকান হল, টোকিও, জাপান, ১৫ আগস্ট। ছবি: রয়টার্স
ইতালির জেনোয়ায় ‘মরান্ডি ব্রিজ’ নামের একটি সেতু ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকট শব্দ করে সেতুটির একাংশ ধসে পড়ে। মৃত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেতুর ভাঙা অংশে সৌভাগ্যক্রমে রক্ষা পায় এই গাড়িটি। জেনোয়া, ইতালি, ১৪ আগস্ট। ছবি: রয়টার্স
এয়ার চায়নার নতুন উড়োজাহাজ এয়ারবাস এ৩৫০। প্রথম ফ্লাইট পরিচালনা করার পর জলকামান থেকে পানি ছিটিয়ে সালাম জানানো হয়। প্রথম ফ্লাইটটি বেইজিং থেকে সাংহাই গিয়েছিল। হংকিয়াও আন্তর্জাতিক বিমানবন্দর, সাংহাই, চীন, ১৪ আগস্ট। ছবি: রয়টার্স
জাতির জনকের পরিবারের শাহাদাতবরণকারী সদস্য ও অন্য শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছোট বোন শেখ রেহানাসহ অন্যরা। বনানী কবরস্থান, ঢাকা, ১৫ আগস্ট। ছবি: ফোকাস বাংলা
জাতির জনকের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, ১৫ আগস্ট। ছবি: ফোকাস বাংলা
বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানানোর পর বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা। টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, ১৫ আগস্ট। ছবি: ফোকাস বাংলা
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দক্ষিণ দিকের একটি শহরে সাইকেল চালাচ্ছে ছোট ছেলেটি। পাশেই দেশটির প্রেসিডেন্ট বাশার আল–আসাদ তাঁর বাবা প্রয়াত হাফিজ আল আসাদের ছবি। দারা, সিরিয়া, ১৪ আগস্ট। ছবি: এএফপি
রোবটের বাহু দেখছে ছোট্ট শিশু। রোবট কনফারেন্স, বেইজিং, চীন, ১৫ আগস্ট। ছবি: এএফপি
রোবট কনফারেন্সে এসেছেন অনেকেই। একটি পোস্টারের সামনে বসে খাচ্ছে এই পরিবারটি। বেইজিং, চীন, ১৫ আগস্ট। ছবি: এএফপি
তালেবান জঙ্গিদের হামলায় বিধ্বস্ত দোকানের মালপত্র সরানো হচ্ছে। গজনি, আফগানিস্তান, ১৪ আগস্ট
স্বাধীনতা দিবস উদযাপনের সময় স্কুলছাত্রীরা একই রঙের পোশাক ও ছাতা হাতে নিয়ে শারীরিক কসরত প্রদর্শন করে। আগরতলা, ভারত, ১৫ আগস্ট। ছবি: রয়টার্স
এবারের এশিয়ান গেমসের তিনটি মাসকটের মধ্যে একটির নাম ‘কাকা’। কাকার সঙ্গে ছবি তুলেছেন স্বেচ্ছাসেবীরা। জাকার্তা, ইন্দোনেশিয়া, ১৫ আগস্ট। ছবি: এএফপি
খাল-বিলের নতুন পানিতে বেড়েছে মাছের আনাগোনা। ছেলেকে নিয়ে বিলের পানিতে মাছ শিকারে এসেছেন এক জেলে। সেই পানিতে খাবার সন্ধানে ঘুরছে একঝাঁক রাজহাঁস। খাগড়বাড়িয়া, ফরিদপুর, পাবনা। ছবি: হাসান মাহমুদ
রূপসা নদীতে মাছ ধরছে শিশুটি। ৬ নম্বর রুজভেল্ট ঘাট, খুলনা, ১৫ আগস্ট। ছবি: সাদ্দাম হোসেন
শ্রাবণের ৩১ তারিখ আজ বুধবার। আগামীকাল থেকে শরতের শুরু। আকাশের রূপ ও মেজাজ বদলে যাচ্ছে। ফকফকে নীলাকাশ নগরবাসীকে মুগ্ধ করছে। টিএসসি মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১৫ আগস্ট। ছবি: আবদুস সালাম
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার গ্রাফিতি বা দেয়ালচিত্র। দেয়ালজুড়ে চে গুয়েভারার প্রতিকৃতি ও তাঁর উক্তি। ডাকসু ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৫ আগস্ট। ছবি: আবদুস সালাম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় আসতে শুরু করেছে কোরবানির পশু। পোস্তাগোলা সেতু, ঢাকা, ১৪ আগস্ট। ছবি: আবদুস সালাম
বাংলাদেশ চারুশিল্পী সংসদের আয়োজনে ১৫০ জন শিল্পীর এক মাসের প্রচেষ্টায় আঁকা হয়েছে বঙ্গবন্ধুর ৪৩ ফুট উচ্চতার প্রতিকৃতি। এটি হাতে আঁকা বঙ্গবন্ধুর সর্ববৃহৎ প্রতিকৃতি। টিএসসি মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৫ আগস্ট। ছবি: আবদুস সালাম