Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৫ জুন ২০১৮)

এল খুশির ঈদ। দেশের বিভিন্ন স্থানের মতো পাবনায়ও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। স্কুলপাড়া, ঈশ্বরদী, পাবনা, ১৫ জুন। ছবি: হাসান মাহমুদ
ইন্দোনেশিয়ার বালিতে বজ্র সন্ধি পার্কে আজ ঈদের দিন খেলায় মেতেছে এক শিশু। মুসলিমপ্রধান দেশটিতে আজ পালিত হচ্ছে ঈদুল ফিতর। ছবি: এএফপি
এক মাসের রোজা শেষে আজ শুক্রবার মালয়েশিয়ায় পালিত হচ্ছে ঈদ। সেখানকার জামেক মসজিদে ঈদের জামাতে নামাজ পড়েন অনেকেই। ছবি: এএফপি
ইন্দোনেশিয়ার বায়তুর রহমান মসজিদে আজ ঈদের জামাতে অংশ নেন অনেকেই। মুসলমানপ্রধান দেশটিতে ঈদ পারিবারিক পুনর্মিলন হিসেবে দেখা দেয়। ছবি: এএফপি
মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের ৪০ গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। ১৫ জুন সকালে আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ থেকে তোলা। ছবি: মোহাম্মদ মোরশেদ হোসেন
ঈদে অনেকেই গ্রামের বাড়ি ফিরছেন। এখনো ভিড় রয়েছে রেলস্টেশনে। বিমানবন্দর রেলস্টেশন, ঢাকা, ১৫ জুন। ছবি: শুভ্র কান্তি দাশ
শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বকাপ। তার আঁচ লেগেছে বাংলাদেশেও। আকাশে উড়ছে আর্জেন্টিনার পতাকা। বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকই বেশি। খিলগাঁও রেলগেট এলাকা, ঢাকা, ১৫ জুন। ছবি: আবদুস সালাম
ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছে নগরবাসী। ট্রেনের সাধারণ বগিতে জায়গা না পেয়ে খাবারের বগিতে জায়গা করে নিয়েছেন অনেকে। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ১৫ জুন। ছবি: আবদুস সালাম
ট্রেনে উপচে পড়া ভিড়। ছাদেও যেন তিল ঠাঁই নেই। ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরছে রাজধানীবাসী। খিলগাঁও রেলগেট এলাকা, ঢাকা, ১৫ জুন। ছবি: আবদুস সালাম
ফাঁকা সড়কে বেপরোয়া গতিতে চলতে গিয়ে আজ দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মৎস্য ভবন মোড় এলাকা, ঢাকা, ১৫ জুন। ছবি: আবদুস সালাম
ঈদ উপলক্ষে ঢাকা ছাড়ছে নগরবাসী। রাজধানীর সড়কগুলো অনেকটাই ফাঁকা। বাংলামোটর, ঢাকা, ১৫ জুন। ছবি: আবদুস সালাম
সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে একের পর এক যাত্রীভর্তি লঞ্চ। ঈদ উপলক্ষে ঢাকা ছাড়ছে নগরবাসী। ঢাকা, ১৫ জুন। ছবি: হাসান রাজা