Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৫ মে, ২০২০)

মিরপুরের ‘আলোর খোঁজে’ দাতব্য স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পাঠিয়েছে ‘প্রাণের হাসি’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন। উপহার নিতে এসেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। মিরপুর-২, ঢাকা, ১৫ মে। ছবি: আবদুস সালাম
ঈদের আর কিছুদিন বাকি। ফুটপাত ও সড়কের ওপর দোকান সাজিয়ে বসেছে হকাররা। সামাজিক দূরত্ব না মেনেই কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। গাউসিয়া, ঢাকা, ১৫ মে। ছবি: আশরাফুল আলম।
এক মোটরসাইকেলে চারজন। মানা হচ্ছে না ট্রাফিক আইন এবং সামাজিক দূরত্ব। বিজয় সরণি, ঢাকা, ১৫ মে। ছবি: আবদুস সালাম
বেলজিয়ামে ছোটদের একটি স্কুলে করোনার কারণে সামাজিক দূরত্ব মেনে ক্লাস চলছে। এডজেম, অ্যান্টওয়ার্প, বেলজিয়াম, ১৫ মে। ছবি: এএফপি
রঙিন ছাতার নিচে নানা পণ্যের পসরা। বৃষ্টির মধ্যেও কেনাকাটার কমতি নেই। কারওয়ান বাজার, ঢাকা, ১৪ মে। ছবি: মাহবুব কায়সার
করোনায় ঘরবন্দী জীবনে কত আর বসে থাকা যায়। বিশেষ করে ছোটরা, যারা একটু ছটফট করে, তাদের জন্য একটা ঘুড়ি আর লাটাই হলে মন্দ হয় না। এদিকে লক্ষ্য রেখেই দোকানি ঘুড়ি তৈরিতে মগ্ন। বসুন্ধরা আবাসিক গেট মার্কেট এলাকা, ঢাকা, ১৫ মে। ছবি: মাহবুব কায়সার
রাজধানীর একটি মার্কেটের সামনে বসানো হয়েছে জীবাণুনাশক টানেল। মার্কেটের প্রবেশমুখে শরীরের তামপাত্রা মেপে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে ক্রেতাদের। নিউ সুপার মার্কেট, ঢাকা,১৫ মে। ছবি: আশরাফুল আলম।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেক পুলিশ সদস্য। এ কারণে সড়কে ওপর অস্থায়ী পুলিশের তল্লাশিচৌকিগুলো ফাঁকাই পড়ে আছে। আসাদগেট, ঢাকা ১৫ মে। ছবি: আশরাফুল আলম