Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৬ এপ্রিল ২০১৮)

চা-কফির প্লাস্টিকের কাপ নিয়ে ছুটছে একটি কাক। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১৬ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
গরমের মাত্রা বাড়ছে। সুরমা নদীতে নেমে পড়েছে গরমে হাঁপিয়ে ওঠা এক শিশু। কিনব্রিজ এলাকা, সিলেট, ১৬ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
খোপ থেকে বেরোচ্ছে পায়রাটি। এখনই উড়বে খাবারের খোঁজে। হরিপুর, চাঁদমুহা, বগুড়া সদর, ১৫ এপ্রিল। ছবি: সোয়েল রানা
পয়লা বৈশাখে ফরিদপুরের বিনোদন কেন্দ্রগুলোয় ছিল মানুষের উপচে পড়া ভিড়। সদর উপজেলার ধলার মোড়ে পদ্মার তীরের চরে ঘুরে বেড়াচ্ছে লোকজন। ফরিদপুর, ১৪ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান
সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে মিছিল করেন চাকরিপ্রার্থীরা। টিএসসি এলাকা, ঢাকা, ১৬ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
বৈশাখী উৎসবে বরিশালে পুতুলনাচের আয়োজন করে শব্দাবলী গ্রুপ থিয়েটার। বাংলাদেশ পুতুলনাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়। কেন্দ্রীয় শহীদ মিনার, বরিশাল, ১৫ এপ্রিল। ছবি: সাইয়ান
পয়লা বৈশাখের উৎসবের অংশ হিসেবে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করেছে খুলনার আড়ংঘাটা তরুণ সংঘ। এটি প্রতিযোগিতার ১২তম আসর। বাইপাস মোড়সংলগ্ন বিল, আড়ংঘাটা, খুলনা, ১৪ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
পাবনায় বৈশাখী উৎসব কনসার্টে রাশি রাশি রঙিন কাগজের টুকরা ওড়ানো হয়। আকাশের গায়ে তখন হাজারো রঙিন কাগজের ঝিলিঝিলি। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ১৪ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
৫৩ তম অ্যাকাডেমি অব কাউন্টি মিউজিক অ্যাওয়ার্ডসে সংগীত পরিবেশনা করছেন কেলসিয়া বেলেরিনি। লাস ভেগাস, নেভাদা, যুক্তরাষ্ট্র, ১৫ এপ্রিল। ছবি: রয়টার্স
বাংলা নববর্ষ বরণের অংশ হিসেবে চড়ক পূজার আয়োজন করা হয়। শিবের সাজে সাজছেন একজন। কোকদণ্ডী, বাঁশখালী, চট্টগ্রাম, ১৪ এপ্রিল। ছবি: সৌরভ দাশ
পয়লা বৈশাখ উপলক্ষে বরিশাল নগরের ব্রজমোহন বিদ্যালয়ের মাঠে বসেছে বৈশাখী মেলা। মেলার একটি দোকানে নানা রং ও নকশার হাতপাখা বিক্রি হচ্ছে। বরিশাল, ১৫ এপ্রিল। ছবি: সাইয়ান
সিরাজগঞ্জের ফুলজোড় নদের পানি কমে গেছে। নদের বুকে কৃষকেরা বোরো ধানের চাষ করেছেন। ঘুড়কা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৫ এপ্রিল। ছবি: সাজেদুল আলম
করতোয়া নদীতে দল বেঁধে সাঁতার কাটছে হাঁস। দিনের শেষে আবার খোঁয়াড়ে ফিরে যাবে হাঁসগুলো। মহাস্থান সেতু এলাকা, শিবগঞ্জ, বগুড়া, ১৬ এপ্রিল। ছবি: সোয়েল রানা
নীল আকাশে সাদা মেঘ। অপর দিকে আমগাছে ঝুলছে কাঁচা আম। মেঘনা তীর, ভোলা সদর, ১৪ এপ্রিল। ছবি: নেয়ামতউল্যাহ
বৈশাখে আমগাছে কাঁচা আম। জ্যৈষ্ঠ মাসেই পাকতে শুরু করবে আমগুলো। চররুপপুর, ঈশ্বরদী, পাবনা, ১৬ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
এখন ভুট্টা রোপণের মৌসুম। ভুট্টা বীজ বপন করছেন চাষিরা। বলদিপুকুর, মিঠাপুকুর, রংপুর, ১৬ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
সিলেটের রংপেন্সিল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলছে চিত্রপ্রদর্শনী। নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গণে প্রদর্শনী দেখছেন দর্শনার্থীরা। সিলেট, ১৬ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে তৈরি পোশাক কারখানা গোল্ড স্টার ডিজাইনের শ্রমিকেরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা ১৬ এপ্রিল। ছবি: আবদুস সালাম
রুদ্র পলাশ। ফুলের আগুনের মতো রং যে কাউকে বিমোহিত করে। ডিঙ্গাডোবা মিশন হাসপাতাল চত্বর, রাজশাহী, ১৬ এপ্রিল। ছবি: শহীদুল ইসলাম
চাহিদা বাড়ায় দেশে গম আমদানির পরিমাণ বেড়েছে। আমদানি করা গম লাইটার জাহাজ থেকে নামিয়ে গুদামজাতের কাজ করছেন শ্রমিকেরা। বিআইডব্লিউটিসি ঘাট, সদরঘাট, চট্টগ্রাম, ১৬ এপ্রিল। ছবি: জুয়েল শীল
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সোমবার মানববন্ধন করেছে নির্যাতন প্রতিরোধ জাতীয় কমিটির কর্মীরা। রাজু ভাস্কর্য এলাকা, ঢাকা, ১৬ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
বরিশাল নগরের মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের বদলে তরমুজ সাজানো। মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় মাছের ট্রলারের বদলে ভিড়ছে তরমুজবোঝাই ট্রলার। তরমুজ আসছে ভোলা, চরফ্যাশন, লালমোহন, মেহেন্দিগঞ্জ, রাঙ্গাবালি, পটুয়াখালীর গলাচিপাসহ নানা অঞ্চল থেকে। বরিশাল, ১৬ এপ্রিল। ছবি: সাইয়ান