Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৬ ফেব্রুয়ারি ২০১৮)

মাদার গাছের ফুলের মধু খেতে এসেছে বুলবুলি। মধু খাওয়ার ফাঁকে আশপাশে তার সতর্ক নজর। মিঠাখালী, মোংলা, খুলনা, ১৪ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
ফ্রান্সে ৮৫ তম লেবু উৎসব উপলক্ষে লেবু ও কমলা দিয়ে তৈরি করা হয়েছে এই ভাস্কর্যটি। বলিউড থিমে এটি তৈরি করা হয়েছে। মেন্টন, ফ্রান্স, ১৫ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
জমিতে মই দিচ্ছেন কৃষক। মই দেওয়ার কারণে জমি থেকে বের হওয়ার কীট ধরতে ওড়াউড়ি করছে একদল ফিঙে। নওদাপাড়া, পাবনা সদর, ১৫ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিচু এলাকা হিসেবে পরিচিত নলকা ইউনিয়ন। সেখানকার জমি থেকে সরিষা তুলে ইরি-বোরো ধান রোপণের জন্য কলের লাঙল দিয়ে চাষ চলছে। নলকা ইউনিয়ন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি। ছবি: সাজেদুল আলম
দেখে মনে হয়, সুন্দর কোনো ফুলগাছে ফুল ধরেছে। আসলে গমখেতে বেড়ে ওঠা আগাছায় এমন ফুল ফুটেছে। চরগোয়াল, গাংনী, মেহেরপুর, ১৫ ফেব্রুয়ারি। ছবি: আবু সাঈদ
মেহেরপুরে অনেক কৃষক তামাক ছেড়ে মসুর চাষ করেছেন। এক কৃষকের চাষ করা মসুরগাছে ফুল এসেছে। গাড়াবাড়ীয়া, গাংনী, মেহেরপুর, ১৬ ফেব্রুয়ারি। ছবি: আবু সাঈদ
চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় আগুনে প্রায় ২০টি আসবাবের দোকান ও কারখানা পুড়ে গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এই আগুন লাগে। চট্টগ্রাম নগর, ১৬ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল
তামাকের গুঁড়া ঝাড়ছে দুই নারী। পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে এভাবেই কাজ করছেন এই শ্রমিকেরা। তামাক কারখানার সামনে থেকে তোলা। পাগলাপীর, রংপুর, ১৬ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
হাওয়াই মিঠাই খেতে ভারী মজা। সেটি তৈরিতে ব্যস্ত ওরা। গঞ্জিপুর, রংপুর সদর উপজেলা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
তাজা তাজা লাউ। চিংড়ি দিয়ে রান্না করলে খেতে ভারী মজা। আকারভেদে প্রতিটি লাউ ১৫ থেকে ৩৫ টাকা দামে বিক্রি করা হবে। পটিয়া, চট্টগ্রাম, ১৬ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল
কাঠ ও স্টিল দিয়ে বানানো হয়েছে রিকশার কাঠামো। বিভিন্ন এলাকা থেকে এগুলো সিলেট নগরে বিক্রির জন্য আনা হয়। প্রতিটি বিক্রি হয় ১৩ হাজার টাকায়। কাজিরবাজার ব্রিজ, সিলেট নগর, ১৬ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ