Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৬ মে ২০১৭)

খাদ্যের সন্ধানে প্রায়ই লোকালয়ে ঢুকে পড়েছে বুনো হাতি। ছবিটি আজ মঙ্গলবার রাঙামাটির আসামবস্তি বড়াদম কাপ্তাই সড়কের কামিলাছড়ি মৌজার আগরবাগান এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
মেক্সিকোর স্যান হোরহে চিড়িয়াখানায় সদ্য জন্ম নেওয়া একটি সাইবেরিয়ান বাঘ। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি : রয়টার্স
এই শিক্ষার্থীকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাতায়াত করতে হয় রেলব্রিজটির ওপর দিয়ে। কখন কী দুর্ঘটনা ঘটে যায়, সে ভয় আর ঝুঁকি সব সময় মনে থেকে যায়। ছবিটি মঙ্গলবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরমপুর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
সোনালু ফুলের পাপড়ি কুড়াচ্ছে শিশুরা। ছবিটি মঙ্গলবার সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
একজন বৌদ্ধ ভিক্ষু একটি ঐতিহ্যবাহী যন্ত্র বাজাতে বাজাতে যাচ্ছেন। ছবিটি আজ মঙ্গলবার শ্রীলংকার রাজধানী কলম্বো থেকে তোলা। ছবি : রয়টার্স
ছাতার ছায়ায় তপ্ত রোদে নৌকায় ঘুমিয়ে পড়েছেন এক মৎস্যজীবী। ছবিটি মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দোবাগীর হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
বুড়িগঙ্গার ঘাটে বাঁধা সারি সারি নৌকা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার সেতুর নিচ থেকে তোলা। ছবি: আবদুস সালাম
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার পদত্যাগের দাবিতে বিরোধী দলের সমাবেশে মুখোশ পরে অংশ নেন এক ব্যক্তি। ছবিটি গতকাল সোমবার জোহানেসবার্গ থেকে তোলা। ছবি: রয়টার্স
বাজারে উঠেছে পাকা পেঁপে। ছবিটি গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
জাপানের টোকিও শহরের রাস্তার ধারের একটি দোকানে খেলনা পছন্দ করছে এক শিশু। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স
গায়ে রোদ লাগাচ্ছে এক শালিক। ছবিটি সম্প্রতি কুষ্টিয়ার কুমারখালী থেকে তোলা। ছবি: মোছাব্বের হোসেন
ঝড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পুলিশ বক্সের ওপর উপড়ে পড়েছে গাছ। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: নাজনীন আখতার
ঝড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে উপড়ে পড়া গাছ। ছবি: আবদুস সালাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে ঝড়ে উপড়ে পড়া গাছ। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম
ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে আছে রাস্তার ওপর। ছবিটি বাংলামোটর থেকে আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: সাইফুল ইসলাম
রমনা পার্কের সামনে থেকে ভেঙে পড়া গাছ সরিয়ে নেওয়া হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
ভেঙে পড়া গাছের অংশ। ছবিটি আজ মঙ্গলবার সকালে রমনা পার্কের সামনে থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
সোমবার রাতে বগুড়ায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড়ে ভেঙে গেছে অনেক স্থানের বৈদ্যুতিক খুঁটি। ছবিটি মঙ্গলবার সকালে বগুড়া শহরতলির পূর্ব পালশা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ধর্ষণকারীদের বিচারের দাবিতে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে মহিলা গণফোরাম। ছবি: সাবিনা ইয়াসমিন
বগুড়ায় জাসদ নেতা এমদাদুল হকের ছেলে মাসুক ফেরদৌসের হত্যাকারীদের বিচারের দাবিতে মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: আবদুস সালাম
বাংলাদেশের পোশাক খাতের বাজার-সুবিধার দাবিতে আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক-শিল্প ঐক্য। ছবি: আবদুস সালাম
৭০তম কান চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি চলছে জোরেসোরে। ফ্রান্সের কান শহরের একটি উৎসব প্রাঙ্গণে একটি চলচ্চিত্রের পোস্টার লাগাচ্ছেন একজন। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি : রয়টার্স
ঢাকার বাইরে থেকে ট্রলারভর্তি মুড়ি আসছে রাজধানীতে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে বুড়িগঙ্গা নদীর ফরাশগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
শুরু হতে যাচ্ছে ৭০তম কান চলচ্চিত্র উৎসব। সে উপলক্ষে ফ্রান্সের কানের সমুদ্রে ভিড়েছে এমএসসি অর্কেস্ট্রা ক্রুজ। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স
বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আজ মঙ্গলবার দুপুরে শেষ হলো ন্যানো প্রযুক্তি ও জীব প্রকৌশলবিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এতে বিজ্ঞান গবেষকদের আটটি ক্যাটাগরিতে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। ছবি: প্রথম আলো
বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আজ মঙ্গলবার দুপুরে শেষ হলো ন্যানো প্রযুক্তি ও জীব প্রকৌশলবিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে বিজ্ঞান গবেষকদের আটটি ক্যাটাগরিতে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। ছবি: প্রথম আলো
ধর্ষণকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ ও মশাল মিছিল করে নারী সংহতি। ছবি: সাজিদ হোসেন