Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৬ মে, ২০২০)

করোনাভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে মানুষের চলাচল বন্ধ করার জন্য এলাকাবাসী তাঁদের নিজ নিজ অলিগলি লকডাউন করেছিলেন। এখন নিজেরাই তা না মেনে এর মধ্যে দিয়ে অবাধে যাওয়া–আসা করছেন। সিদ্দিক বাজার, ঢাকা, ১৬ মে। ছবি: আশরাফুল আলম
ভরদুপুরে শহরের ছাদগুলো নীরব। আবাসিক বাসার ছাদের বেষ্টনীতে এসে বসেছে প্রখর দৃষ্টিশক্তিসম্পন্ন শিকারি পাখি চিল। করোনা–আতঙ্কে সাধারণ মানুষের কোলাহল সীমিত হওয়ার কারণে প্রকৃতির এ সদস্যরাও যেন একটু দম ফিরে পেয়েছে। কৈলাস ঘোষ লেন, ঢাকা, ১৬ মে। ছবি: দীপু মালাকার
পথের ধারে কৃষ্ণচূড়া গাছে লাল ফুলের বন্যা। সরকারি মহিলা ডিগ্রী কলেজ এলাকা, নন্দীগ্রাম, বগুড়া, ১৫ মে। ছবি: সোয়েল রানা
ঈদ সামনে রেখে চলছে কেনাকাটা। ব্যক্তিগত সুরক্ষা পোশাকে শপিং সেরে ফিরছেন তিনি। নিউ মার্কেট সড়ক, পাবনা, ১৫ মে। ছবি: হাসান মাহমুদ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণ করেছেন। নগর ভবন, ডিএসসিসি, ১৬ মে। ছবি: প্রথম আলো
করোনা দুর্যোগে অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিশুখাদ্য বিতরণ করে ময়মনসিংহ সিটি করপোরেশন। তারেক স্মৃতি অডিটোরিয়াম, ময়মনসিংহ, ১৬ মে । ছবি: আনোয়ার হোসেন
গুলিস্তানসহ নগরীর বিভিন্ন এলাকায় দোকান বসানোর দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনের সামনে হকারদের অবস্থান কর্মসূচি। ঢাকা, ১৬ মে। ছবি: হাসান রাজা
কেনাকাটার জন্য শিশুকে নিয়ে বাইরে এসেছেন এক ব্যক্তি। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ১৬ মে। ছবি: সোয়েল রানা
করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে প্রচার চালাচ্ছেন দুই স্বেচ্ছাসেবক। থানা মোড় এলাকা, বগুড়া শহর, ১৬ মে। ছবি: সোয়েল
করোনাভাইরাসের কারণে সব যাত্রীবাহী পরিবহন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তা না মেনে ঢাকা–আরিচা মহাসড়কে চলছে এই বাস। যাত্রীরাও লাফিয়ে উঠছেন বাসে। আমিনবাজার সেতু, ঢাকা, ১৬ মে। ছবি: আশরাফুল আলম
ঈদের কেনাকাটা করতে বেরিয়ে পড়েছেন দুই বন্ধু। অটোরিকশায় চড়ে ছবি তুলছেন তাঁরা। বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা, ১৬ মে। ছবি: আশরাফুল আলম