Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৭ মে ২০১৯)

কিছুদিন আগেও পানিতে টইটম্বুর ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদ। শুকনো মৌসুমে নদ শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে এখন চরে বেড়াচ্ছে গবাদিপশু। গোয়াইনঘাট, সিলেট, ১৭ মে। ছবি: আনিস মাহমুদ
সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এ সময় নদীতে ট্রলারে করে গন্তব্যে ফিরছেন যাত্রীরা। ট্রলারের সামনে এক ব্যক্তি দুই পা ঝুলিয়ে বসে আছেন। বানারীপাড়া উপজেলা, বরিশাল, ১৬ মে। ছবি: সাইয়ান
রাস্তা পারাপারে পথচারীদের সচেতনতা আসছে না কিছুতেই। অদূরে পদচারী–সেতু থাকা সত্ত্বেও মহাখালী চৌরাস্তার সড়ক বিভাজক টপকে এভাবে রাস্তা পারাপারের দৃশ্য প্রায় প্রতিদিনের। ঢাকা, ১৭ মে। ছবি: দীপু মালাকার
রাজধানীতে চলছে ফিটনেসবিহীন গণপরিবহন। মহাখালী, ১৭ মে। ছবি: দীপু মালাকার
দে দোল দে দোল, কচি মুখে মৃদু হাসি, দে দোল দে দোল। গাড়ুদহ গ্রাম, বাগবাটি ইউনিয়ন, সদর উপজেলা, সিরাজগঞ্জ, ১৬ মে। ছবি: সাজেদুল আলম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গাবতলী, ঢাকা, ১৭ মে। ছবি: আশরাফুল আলম
ছাদ বাগানে চাষ করা শরিফা গাছে ফল ধরেছে। সিআই পাড়া, পিরোজপুর, ১৭ মে। ছবি: এ কে এম ফয়সাল
আঁটিই এখনো শক্ত হয়নি, অথচ পাকা আম হিসেবে বিক্রি হচ্ছে বাজারে। ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানো হয়েছে এসব আম। তাজমহল মোড়, ময়মনসিংহ, ১৭ মে। ছবি: আনোয়ার হোসেন
তৃতীয় লিঙ্গ সংগঠন সমঅধিকারের দাবিতে সেতু বন্ধন কল্যাণ সংঘ নামে র‍্যালি বের করেছে। স্টেশন রোড, ময়মনসিংহ নগর, ১৭ মে। ছবি: আনোয়ার হোসেন
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অতিথিরা। ঢাকা, ১৭ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
ঈদ উপলক্ষে শহরের বিপণিবিতানগুলো সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও খোলা রাখা হয়েছে। সকাল থেকেই তৈরি পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। জেলা পরিষদ সুপার মার্কেট, রংপুর। ছবি: মঈনুল ইসলাম
মৌসুমি ফলের বাজারে এসেছে কচি তাল। দাবদাহে একটু স্বস্তি পেতে তালের শাঁসের কদর বেশ। সীতাকুণ্ড, নোয়াখালী, ফেনী ও কুমিল্লা থেকে আসা এই ফলটির বড় হাট বসে চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায়। এ বাজারে আকারভেদে প্রতিটি তালের দাম ৪ থেকে ৮ টাকায় পাওয়া যায়। চট্টগ্রাম, ১৭ মে। ছবি: জুয়েল শীল
জাতীয় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন জাতীয় প্রেসক্লাবের সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংবাদিক নেতারা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৭ মে। ছবি: সংগৃহীত
ঝড়ে বায়তুল মোকাররম মসজিদের অস্থায়ী প্যান্ডেল ভেঙে পড়েছে। ঢাকা, ১৭ মে। ছবি: প্রথম আলো
প্যান্ডেল ভেঙে পড়ে আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ঢাকা, ১৭ মে। ছবি: প্রথম আলো