Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৮ অক্টোবর ২০১৮)

হাঁস চরাচ্ছেন এক ব্যক্তি। হাজেনসডর্ফ, অস্ট্রিয়া, ১৭ অক্টোবর। ছবি: রয়টার্স
নদীর তীর ঘেঁষে নৌকা নিয়ে যাচ্ছে দুই ভাই। বর্ষা বা শরতে এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে, বাজার করতে, গবাদিপশুর জন্য ঘাস আনতে ব্যবহার করা হয় এই নৌকা। চর টবগী, মদনপুর, দৌলতখান, ভোলা, ১৭ অক্টোবর। ছবি: নেয়ামতউল্যাহ
ঝাঁকিজাল বা খেওজাল দিয়ে খালে মাছ ধরা হচ্ছে। খরাতির খাল, মদনপুর, দৌলতখান, ভোলা, ১৭ অক্টোবর। ছবি: নেয়ামতউল্যাহ
শারদীয় পূজা উপলক্ষে মেলা বসেছে। মেলায় বেড়াতে এসে গয়না ও পূজার নানা কেনা হচ্ছে। দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণ, ময়মনসিংহ। ছবি: আনোয়ার হোসেন
বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে চার দিনের সফরে ঢাকায় এসেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কে ক্রিকেট-ভক্তদের জন্য ট্রফিটি প্রদর্শিত হয়। ট্রফির সঙ্গে সেলফি তুলছেন এক দম্পতি। ঢাকা, ১৮ অক্টোবর। ছবি: আবদুস সালাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর শিশু একাডেমী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। শিশু একাডেমী মিলনায়তন, কমলাপুর এলাকা, ফরিদপুর, ১৮ অক্টোবর। ছবি: আলীমুজ্জামান।
শীতলক্ষ্যার পাড়ে গড়ে ওঠা জাহাজ নির্মাণ কারখানায় ব্যস্ত শ্রমিকেরা। নারায়ণগঞ্জ বন্দর, ১৭ অক্টোবর। ছবি: দিনার মাহমুদ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলে আলোচনা সভা ও কেক কাটা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান। ছবি: শহীদুল ইসলাম
শহরে নাগরদোলা! শারদীয় দুর্গোৎসবে মেতেছে বাঙালি হিন্দুধর্মাবলম্বীরা। দেশের অনেক পূজামণ্ডপে শিশু-কিশোরদের জন্য রাখা হয়েছে বিনোদনের ব্যবস্থা। পূজামণ্ডপের সামনে নাগরদোলায় উঠে আনন্দে মেতেছে শিশুর দল। মণিপুরি রাজবাড়ি, মির্জা জাঙ্গাল এলাকা, সিলেট, ১৮ অক্টোবর। ছবি: আনিস মাহমুদ, সিলেট
রেললাইনের ওপর দাঁড়িয়ে ঘুড়ি ওড়াতে ব্যস্ত এই শিশু। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। স্টেশন রোড এলাকা, সিলেট, ১৮ অক্টোবর। ছবি: আনিস মাহমুদ