Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৮ জানুয়ারি ২০১৮)

সবুজ পাহাড়ে ফুটেছে কনক লতা ফুল। ফুলের উজ্জ্বল কমলা রং যে কাউকে আকৃষ্ট করে। পানখাইয়াপাড়া, খাগড়াছড়ি, ১৮ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
শীতের প্রকোপ কমেছে। তবে এখনো অনেক বেলা পর্যন্ত কুয়াশা থাকে। ক্রিসেন্ট লেক এলাকা, ঢাকা, ১৭ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
পাহাড়ে মোরগ ফুল বা মোরগঝুঁটি ফুল। প্রধানত এশিয়া অঞ্চলে এই ফুলের দেখা মেলে। পেরাছড়া, খাগড়াছড়ি সদর, ১৭ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
বৈরুত শহরের আকাশে রংধনু। বৈরুত, লেবানন, ১৭ জানুয়ারি। ছবি: রয়টার্স
কুয়েত অ্যাভিয়েশন শো উপলক্ষে লাল ধোঁয়া দিয়ে আকাশে হৃদয়ের প্রতীক ফুটিয়ে তোলা হয়েছে। কুয়েত সিটি, কুয়েত, ১৭ জানুয়ারি। ছবি: এএফপি
পাকিস্তানের একটি অলংকারের শোরুমে টায়রা দেখাচ্ছেন এক বিক্রয়কর্মী। পেশোয়ার, পাকিস্তান, ১৭ জানুয়ারি। ছবি: রয়টার্স
আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিদ্যাদেবী— সরস্বতীর পূজা। বিভিন্ন পূজামণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরির কাজ শেষ, এখন রোদে শুকানো পালা। কালীমাতার মন্দির, নয়আনী বাজার, শেরপুর, ১৮ জানুয়ারি। ছবি: দেবাশীষ সাহা রায়
শীতকালীন ফুল ক্যালেন্ডুলা। এই ফুল ইংলিশ মেরিগোল্ড নামেও পরিচিত। জুগিয়া, কুষ্টিয়া, ১৮ জানুয়ারি। ছবি: তৌহিদী হাসান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। ঢাকা, ১৮ জানুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রীদের ওপর ছাত্রলীগের ‘নিপীড়নের’ প্রতিবাদে মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৮ জানুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে রাশিয়ার ইলিনা ভেসনিনার বল ফিরিয়ে দিচ্ছেন জাপানের নাওমি ওসাকা। মেলবোর্ন, অস্ট্রেলিয়া, ১৮ জানুয়ারি। ছবি: রয়টার্স
গণপ্রজাতন্ত্রী দিবসের কুচকাওয়াজে মহড়ায় ভারতের সেনাবাহিনী। নয়াদিল্লি, ভারত, ১৮ জানুয়ারি। ছবি: রয়টার্স
পথের ধারে, বন বাদাড়ে ফোটে এই শুভ্র বুনো ফুল। বুনো ফুল হলেও নজরকাড়া। আতাইকুলা, পাবনা, ১৮ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
শীতে খেতে বিভিন্ন রোগের সংক্রমণ হয়। এ সময় কৃষককে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। খিরা খেতে রোগ দমনকারী ওষুধ ছিটাচ্ছেন এক কৃষক। সোনাপাহাড়, মিরসরাই, চট্টগ্রাম, ১৭ জানুয়ারি। ছবি: ইকবাল হোসেন
দেখতে অনেকটা মুরগির মতো হলেও এটি আসলে তিতির পাখি। গৃহপালিত এই মুরগি চায়না মুরগি নামেও পরিচিতি। এর আদি নিবাস আফ্রিকা। মাধপুর, আতাইকুলা, পাবনা, ১৮ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
‘১৮ জানুয়ারিকে নির্মাণশ্রমিকদের দাবি দিবস’ উপলক্ষে রাজধানীতে সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। সমাবেশে অংশ নিতে এসেছেন এঁরা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৮ জানুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ
পাহাড়ে শীত জেঁকে বসেছে। শীতের মধ্যেই বিদ্যালয়ে এসেছে শিক্ষার্থীরা। ক্লাস শুরু হওয়ার আগে আগুন পোহাচ্ছে তারা। খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়, ১৮ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
সরিষা ফুলের মধু সংগ্রহ করছে মৌমাছি। ফুলে ভরা খেতে এখন মৌমাছির গুঞ্জন। গাছপাড়া, পাবনা সদর, ১৮ জানুয়ারি। ছবি: সরোয়ার মোর্শেদ
লেকের পানিতে শাপলা। দেখতে আসছেন অনেকেই। সেই সঙ্গে ছবিও তুলে নিচ্ছেন ভ্রমণপিপাসুরা। মাধবপুর লেক, কমলগঞ্জ, মৌলভীবাজার, ১৮ জানুয়ারি। ছবি: শিমুল তরফদার
বগুড়ার বাতাসে মিশেছে ইটভাটার কালো ধোঁয়া। পরিবেশ আইনের তোয়াক্কা না করে পৌর এলাকায় স্থাপিত হচ্ছে একের পর এক ইটভাটা। বেতগাড়ী, পৌর এলাকা, বগুড়া, ১৮ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
একেকটি কাতলের ওজন ১০ কেজি করে। রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর সড়কের ফুটপাতে কাতল দুটি বেচতে বসেছেন বিক্রেতা সাইদুল মিয়া৷ সিরাজগঞ্জ থেকে মাছগুলো আনা হয়েছে। তিনি আশা করছেন মাছ জোড়া ২০ হাজার টাকায় বিক্রি হবে। ধানমন্ডি, ঢাকা, ১৮ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন৷