Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৮ জানুয়ারি ২০১৯)

গুলশান লেকে নেমে ছিপ দিয়ে মাছ ধরছে এক ব্যক্তি। যদিও দুষণের কারণে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে লেকের পরিবেশ। দক্ষিণ বাড্ডা, ঢাকা, ১৮ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
সরষে খেতে বাঁশের খুঁটিতে আয়েশি ফিঙে পাখি। ভায়না, ফতেপুর ইউনিয়ন, যশোর সদর, ১৭ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
ফুলের নাম অতসী। ঝুনঝুনি ফুল বলেও পরিচিত। গ্রামাঞ্চলে পথের ধারে ফোটে এই ফুল। অম্বিকাপুর এলাকা, ফরিদপুর সদর, ১৮ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান
বিদ্যালয় ভবনের কার্নিশে মৌচাক। চরমাধবদিয়া এলাকা, ফরিদপুর সদর, ১৮ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান
খেজুরের সুমিষ্ট রসের টাটকা স্বাদ নিতে গাছে উঠে পড়েছেন তিনি। বাতলে দিচ্ছেন নগদে রস খাওয়ার অভিনব উপায়। বিয়াঘাট এলাকা, গুরুদাসপুর উপজেলা, নাটোর, ১৭ জানুয়ারি। ছবি: আনিসুর রহমান
ক্যানসার সচেতনতায় হিমু পরিবহনের সাইকেল নিয়ে র‍্যালি। শাহবাগ, ঢাকা, ১৮ জানুয়ারি। ছবি: হাসান রাজা
‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১৯ ’-এর বাছাই পর্বের পরীক্ষায় এক শিক্ষার্থী। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে ৬০ তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। যশোর জিলা স্কুল, যশোর, ১৮ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
পুকুরের ঠান্ডা পানিতেও দুই শিশুর গোসলের আনন্দ। ধানঘাটা, ফতেপুর ইউনিয়ন, যশোর সদর, ১৭ জানুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
সুরমা নদী অনেক জায়গাতেই এখন হাঁটু পানি। সেই পানিতেই চলছে মাছ ধরা। কাজীরবাজার, সিলেট, ১৮ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
ওপরে ১১ হাজার ভোল্টের ট্রান্সফরমার। তার ঠিক নিচে দোকান দিয়ে বসেছেন একজন। ঘটতে পারে দুর্ঘটনা। বন্দরবাজার, সিলেট, ১৮ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
সাপ্তাহিক ছুটির দিনে যেন আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে রাজধানীর গণপরিবহনগুলো। নিয়ম না মেনে মাঝসড়কে বাস থামিয়ে যাত্রী তোলা হচ্ছে। রামপুরা, ঢাকা, ১৮ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১৯ ’-এর বাছাই পর্বের পরীক্ষায় এক শিক্ষার্থী। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে ৬০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। শহীদ আবদুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল, ১৮ জানুয়ারি। ছবি: সাইয়ান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রতীকের আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হয়। রাজু ভাস্কর্য, ঢাকা, ১৮ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
অধ্যাপক মমতাজউদ্দীন আহমেদের ৮৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা জানান। আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন, বাংলা একাডেমি, ১৮ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
‘বিশ্ববিদ্যালয়ে পড়া বলতে কি বোঝায়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অধ্যাপক আনু মোহাম্মদ ও শিক্ষক মোহাম্মদ আজম। আর সি মজুমদার মিলনায়তন, ঢাবি, ১৮ জানুয়ারি। ছবি: দীপু মালাকার