Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৮ ফেব্রুয়ারি ২০১৮)

আর দু দিন পরেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সে উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ধোয়া-মোছা ও রং করার কাজ চলছে। ঢাকা, ১৭ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
চীনারা নেচে-গেয়ে উদ্‌যাপনে করছে তাদের নতুন চান্দ্রবর্ষ। নতুন বছরের অনুষ্ঠানে অংশ নিতে ঐতিহ্যবাহী পোশাক ও সাজে এক নৃত্যশিল্পী। বেইজিং, চীন, ১৭ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
নষ্ট ও পুরোনো টায়ার বেচাকেনার অন্যতম কেন্দ্র রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা। এখানে ৪০০ টাকায় বিক্রি হয় এক টন টায়ার। মোহাম্মদপুর, ঢাকা, ১৭ ফেব্রুয়ারি। ছবি: তানভীর আহাম্মেদ
একসময় বিশুদ্ধ পানির অন্যতম প্রধান উৎস ছিল কুয়া। তবে শহর বা গ্রামে কোথাও কুয়ার ব্যবহার নেই। কিন্তু রাজধানীর পুরান ঢাকায় কিছু বাড়িতে এখনো রয়েছে সচল কুয়া। শাঁখারী বাজার, ঢাকা, ১৭ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণে স্থাপিত ‘মিউজিয়াম অব দ্য মুন’ শিরোনামের এই শিল্পকর্মটি দেখতে এসেছেন ভারতীয় দর্শনার্থীরা। কলকাতা, ভারত, ১৭ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
ফাল্গুন মাসেও চলছে খেত থেকে আলু তোলা। দল বেঁধে আলু তুলছেন একদল নারী শ্রমিক। দড়িচর, হোমনা, কুমিল্লা, ১৮ ফেব্রুয়ারি। ছবি: মনিরুল ইসলাম
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশের মতো বগুড়ায়ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বগুড়ায় নওয়াববাড়ী সড়কে বাধার মুখে পড়ে জেলা বিএনপির মিছিল। বগুড়া, ১৮ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
শিশুদের জন্য কাঠের ঘোড়া তৈরি করেন রুমেল দাস। যদিও বিদেশি খেলনার দাপটে হারিয়ে যেতে বসেছে দেশীয় খেলনা। প্রতিটি ঘোড়া ১ হাজার ২০০ টাকায় বিক্রি করছেন এই কারিগর। সামসুর রহমান সড়ক, খুলনা, ১৮ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
ডালিয়া প্রধানত শীতকালেই ফোটে। বসন্তেও ঝলমল করছে কয়েকটি ডালিয়া ফুল। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট, ১৮ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
রোববার বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের একটি প্রতিনিধিদল কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যায়। অনুমতি না থাকায় তাদের ফিরিয়ে দেয় পুলিশ। নাজিমুদ্দিন রোড, ঢাকা, ১৮ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
কৃষকদের কাছ থেকে কেনা বগুড়ার পাকড়ী আলু স্তূপ করা হচ্ছে। বগুড়ায় গত এক সপ্তাহে জাতভেদে প্রতি মণ আলুতে ১০০ থেকে ১৫০ টাকা দাম কমেছে। প্রতি মণ আলুর দাম এখন ৩৪০ টাকা। মহাস্থান হাট, বগুড়া, ১৮ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিম শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুশল মেন্ডিসের আউটের আবেদন করছেন। চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। সিলেট, বাংলাদেশ, ১৮ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
বরাবরের মতো এ বছরও পাহাড়ে তেঁতুলের উৎপাদন ভালো হয়েছে। খাগড়াছড়িতে প্রতি কেজি তেঁতুলের দাম ৫০ টাকা। বাজারে তেঁতুল নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। বেলতলীপাড়া, খাগড়াছড়ি সদর, ১৮ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
ফরিদপুর সদরের এ এফ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা আত্মরক্ষার জন্য কারাতে প্রশিক্ষণ নিচ্ছে। ৫০ জন শিক্ষার্থীকে এক মাস এ প্রশিক্ষণ দেওয়া হবে। গেরদা, ফরিদপুর সদর, ১৮ ফেব্রুয়ারি। ছবি: আলীমুজ্জামান
শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের ইতিহাসকে লেখা ও ছবির মাধ্যমে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। শহীদ মিনার, খাগড়াছড়ি, ১৮ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
শীতকালীন অলিম্পিক-২০১৮-তে প্রতিযোগীদের উৎসাহ জোগাচ্ছে চিয়ারলিডারের ভূমিকায় দক্ষিণ কোরিয়ার একদল তরুণী। পিয়ংচেং, দক্ষিণ কোরিয়া, ১৮ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
পাহাড়ি চেঙ্গী নদীর পাড়ে নৌকা রেখে গোসল সেরে নিচ্ছে পাহাড়ি কিশোরেরা। বেলতলীপাড়া, খাগড়াছড়ি সদর, ১৮ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী