Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৮ মে ২০১৯)

পবিত্র রমজান মাসে যানজটে নাকাল রাজধানীবাসী। তেজগাঁও পান্থপথ লিংক রোড, ১৮ মে। ছবি: দীপু মালাকার
পাশাপাশি দুটি মোটরসাইকেল গন্তব্যে যেতে প্রস্তুত। দুটি মোটরসাইকেলই ঝুঁকিপূর্ণভাবে তিনজন করে নারী যাত্রী তোলা হয়েছে। দীঘিনালা, খাগড়াছড়ি, ১৮ মে। ছবি: পলাশ বড়ুয়া
পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের বাংলা বিভাগের প্রভাষকের ওপর হামলার প্রতিবাদ ও ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সচেতন ছাত্রসমাজের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে এই কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। আবদুল হামিদ সড়ক, পাবনা, ১৮ মে। ছবি: হাসান মাহমুদ
বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বুদ্ধপূজা ও শীল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করা হয়। সবুজবাগ, ঢাকা, ১৮ মে। ছবি: দীপু মালাকার
ধানের ন্যায্যমূল্যের দাবিতে গাইবান্ধায় শনিবার সড়ক অবরোধ করেন কৃষকেরা। দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সদর উপজেলা শাখা ও দারিয়াপুর অঞ্চল কমিটি এ কর্মসূচির আয়োজন করে। দারিয়াপুর বাজার, গাইবান্ধা, ১৮ মে। ছবি: শাহাবুল শাহীন
রংপুরে জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে নগরে শোভাযাত্রা বের হয়। টেলিফোন ভবন, রংপুর, ১৮ মে। ছবি: মঈনুল ইসলাম
খাগড়াছড়ির দীঘিনালার রসিক নাগর এলাকায় শনিবার সকালে ঝড়ে ভেঙে পড়া ঘরে কাজ করছেন এক ব্যক্তি। দীঘিনালা, খাগড়াছড়ি, ১৮ মে। ছবি: পলাশ বড়ুয়া
শুকনো ডালে বসে আছে নীলকণ্ঠ পাখি। আড়াইমাইল, খাগড়াছড়ি, ১৮ মে। ছবি: নীরব চৌধুরী
সবুজ পাহাড়ে এখন বোরো ধান তোলার মৌসুম চলছে। মাড়াইয়ের পর তুলে নেওয়া ধান কুলায় ঝেড়ে নিচ্ছেন মারমা নারী। খাগড়াছড়ি, ১৮ মে। ছবি: নীরব চৌধুরী
বিশ মিনিটের হঠাৎ বৃষ্টিতে একটু স্বস্তি পাহাড়ি জনপদে। বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। আদালত সড়ক, খাগড়াছড়ি, ১৮ মে। ছবি: নীরব চৌধুরী
বিল থেকে তোলা পদ্মকলি নিয়ে ফিরছে শিশুরা। ঘোলাগাড়ী, শেরপুর, বগুড়া, ১৮ মে। ছবি: সোয়েল রানা
সাহরিতে মাইকযোগে জেগে ওঠার আহ্বান। আয়োজনে স্বেচ্ছাসেবক তরুণেরা। উত্তম বানিয়াপাড়া, রংপুর, ১৮ মে ২০১৯। ছবি: মঈনুল ইসলাম
গড়াই নদ রক্ষায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। জিকেঘাট, থানাপাড়া, কুষ্টিয়া, ১৮ মে। ছবি: তৌহিদী হাসান
বাগেরহাট-মাওয়া মহাসড়কে আজ শনিবার সকালে বাস খাদে পড়ে যাত্রী ও পথচারীসহ ছয়জন নিহত হয়েছেন। ছবি: প্রথম আলো
বৌদ্ধধর্মাবলম্বীদের বুদ্ধপূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে শোভাযাত্রা বের হয়। রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ১৮ মে। ছবি: আব্বাস হোসাইন
ধান কাটার মৌসুমে কৃষকের কাছ থেকে ন্যায্য দামে ধান কেনার দাবি জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখা বিক্ষোভ সমাবেশ করে। প্রেসক্লাব ভবনের সামনে, নারায়ণগঞ্জ, ১৮ মে। ছবি: দিনার মাহমুদ
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য ভিক্ষু সংঘের আয়োজনে দেশ, জাতি ও সব প্রাণীর মঙ্গল কামনায় শোভাযাত্রা বের হয়। মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৮ মে। ছবি: পলাশ বড়ুয়া
যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। বাঘমারা রেলক্রসিং, ময়মনসিংহ, ১৮ মে। ছবি: আনোয়ার হোসেন
বাজারে উঠেছে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। প্রকারভেদে ৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে গ্রীষ্মের ফলটি। সিংগা বাইপাস, পাবনা, ১৮ মে। ছবি: হাসান মাহমুদ
ঈদ বাজারে এখন ছোটদের পোশাক কিনতে ভিড় করছেন বাবা-মায়েরা। দোকানে দামসহ প্রতিটি পোশাকের নমুনা ছবি টাঙিয়ে রাখা হয়েছে। এআর প্লাজা, পাবনা, ১৮ মে। ছবি: হাসান মাহমুদ
সঠিক সময়ে কৃষকের কাছ থেকে ধান কেনার দাবিতে ‘আমরা কৃষকের সন্তান’-এর উদ্যোগে মানববন্ধন করা হয়। সাতমাথা, বগুড়া, ১৮ মে। ছবি: সোয়েল রানা
শুক্রবার সন্ধ্যার ঝড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড লন্ডভন্ড। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ১৭ মে। ছবি: শহিদুল ইসলাম