Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৮ মে, ২০২০)

করোনাের ক্রান্তিকালে থেমে নেই শ্রমজীবী মানুষের জীবন। গাবতলী, ঢাকা, ১৭ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আসা অনেকেই করোনা রোধে সুরক্ষার বিষয়টি মেনে চলেছেন না।শিশুসহ বড়রা ব্যবহার করছেন না মাস্ক।বরিশাল জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ ব্যাপারে সতর্ক করছেন। চকবাজার এলাকা, বরিশাল, ১৭ মে। ছবি: প্রথম আলো
কর্মহীন শ্রমিকদের ত্রাণ সহায়তা ও বছরজুড়ে রেশনের দাবিতে বগুড়া পাদুকা শ্রমিক ইউনিয়ন বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ১৮ মে। ছবি: সোয়েল রানা
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় `আম্পান`। পতাকা নেড়ে উপকূলীয় এলাকার লোকজনকে সতর্ক করা হচ্ছে। পানখালী, দাকোপ উপজেলা, খুলনা, ১৮ মে। ছবি: সাদ্দাম হোসেন
করোনার প্রভাবে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ। ডাইনছড়ি পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি, ১৮ মে। ছবি: নীরব চৌধুরী
ঝিনাইদহ এক্স ক্যাডেট কলেজ অ্যাসেসিয়েশন যশোরের সদস্যরা করোনার প্রভাবে কষ্টে থাকা অসহায়-দুস্থ-কর্মহীন ১৫০ জন মানুষের মাঝে খাদ্যসহায়তা ও নগদ টাকা বিতরণ করেন। নবকিশলয় স্কুল, যশোর, ১৮ মে। ছবি : এহসান-উদ-দৌলা
করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে লাইন ধরে বিপনিবিতাণে কেনাকাটার জন্য ঢুকছেন ক্রেতারা। ফটকেই মাপা হচ্ছে শরীরের তাপমাত্রা। জলেশ্বরীতলা, বগুড়া শহর, ১৮ মে। ছবি: সোয়েল রানা
বৃষ্টিতে পাকা ধানের খেতে পানি জমেছে। বেড়েছে জোঁকের উপদ্রব। তাই কৃষকেরা কাপড় দিয়ে মোজা তৈরি করে ধান কাটছেন। কুন্দারহাট এলাকা, নন্দীগ্রাম, বগুড়া, ১৭ মে । ছবি: সোয়েল রানা
পাবনার অন্যতম বৃহৎ চারুর হাট এটি। প্রতিবছর বর্ষার আগে মাছ ধরার এই ফাঁদ বিক্রির হাট ক্রেতা-বিক্রেতায় জমজমাট থাকে। তবে করোনার প্রভাবে এবার ক্রেতা-বিক্রেতা কম। রেলাবাজার হাট, চাটমোহর, পাবনা, ১৭ মে। ছবি- হাসান মাহমুদ
করোনা পরিস্থিতিতে হিজড়া সম্প্রদায়ের মানুষের আয়ের উৎস বন্ধ। ঘরে বসেই কাটছে তাঁদের সময়। দক্ষিণ কমলাপুর, ঢাকা, ১৮ মে। ছবি: আবদুস সালাম
ঈদের ছুটিতে বন্ধ থাকবে সব যানবাহন। রাজধানী থেকে কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হবে না। এ কারণে তড়িঘড়ি করে বাড়ি ফিরছেন অনেকেই। যানবাহন না থাকায় খালি পিকআপ ভ্যানে গাদাগাদি করে চড়ে বসেছেন যাত্রীরা। আমিনবাজার ব্রিজ, ঢাকা, ১৮ মে। ছবি: আশরাফুল আলম
প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আগে থেকেই ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। যাত্রীবাহী পরিবহন বন্ধ থাকায় পায়ে হেঁটে চলছেন অনেকেই। গাবতলী, ঢাকা, ১৮ মে। ছবি: আশরাফুল আলম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী তারামণি। কাজ শেষে রিকশায় চেপে কিছু লাকড়ি নিয়ে বাড়ি ফিরছেন রান্নার কাজে ব্যবহার করবেন বলে। করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে পিপিই পরেই বাড়ি ফিরছেন তিনি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা, ১৮ মে। ছবি: আশরাফুল আলম