Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৯ অক্টোবর, ২০২০)

শীত আসি আসি করছে। তাই বাজারে শুরু হয়েছে কম্বল বিক্রি। বায়তুল মোকাররম, ঢাকা, ১৮ অক্টোবর
ঢাকাসহ দেশের অনেক জেলার রেলস্টেশনে বসানো হয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঢাকায় বিভিন্ন স্টেশনে চারজন ম্যাজিস্ট্রেট মাসে ১২টি আদালত পরিচালনা করছেন। শুধু শাস্তি নয়, উপদেশমূলক পরামর্শও দিচ্ছেন আদালত। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ১৮ অক্টোবর
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ১০ টাকার বিনিময়ে পোশাক বিতরণ করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। পোশাক পেয়ে আনন্দিত এক শ্রমজীবী। কারওয়ান বাজার, ঢাকা, ১৮ অক্টোবর
মাটি থেকে প্রায় ১৩ মিটার ওপরে এই উড়ালসড়ক। বিদ্যুৎ সঞ্চালনের খুঁটি বসেছে, চলছে রেললাইন স্থাপনের কাজ। এরপর এই পথ দিয়েই চলবে ঢাকার প্রথম মেট্রোরেল। দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা, ১০ অক্টোবর
অলকানন্দা ফুলে জমে আছে বৃষ্টির ফোঁটা। পানখাইয়াপাড়া এলাকা, খাগড়াছড়ি শহর, ১৮ অক্টোবর
মেট্রোরেল প্রকল্পের কাজ চলছে। বাংলামোটর, ঢাকা, ১৯ অক্টোবর
বুনো ফুলে প্রজাপতি। জিরোমাইল, খাগড়াছড়ি, ১৯ অক্টোবর
পাটকল চালুর দাবিতে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের ডাকা অবরোধ কর্মসূচিতে ইস্টার্ন জুট মিলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে পাল্টাপাল্টি ধাওয়ায় গ্রেপ্তার শ্রমিক। আটরা গিলাতলা, খুলনা, ১৯ অক্টোবর
ক্রিকেটকে মাঠে ফিরিয়ে আনার দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জেলার সর্বস্তরের খেলোয়াড়েরা। প্রেসক্লাব, বরিশাল, ১৯ অক্টোবর
প্রচণ্ড গরমে খাবার পানির তীব্র সংকট। পানির দাবিতে এলাকাবাসীর রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল। মীরহাজীবাগ, ঢাকা, ১৯ অক্টোবর
দুর্ঘটনা এড়াতে প্রতিটি পরিবারের রান্না করার গ্যাসের সিলিন্ডার ঘরের বাইরে স্থাপন করা হয়েছে। বাড়ির ভাড়াটেদের নিরাপদে রাখার জন্য এই কৌশল করেছেন বাড়ির মালিক। নয়নপুর, খাগড়াছড়ি, ১৯ অক্টোবর