Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৯ মার্চ, ২০২০)

করোনাভাইরাসের বিস্তার রোধে বৃহস্পতিবার থেকে দর্শনার্থীদের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা, ১৯ মার্চ। ছবি: আবদুস সালাম
করোনা–পরিস্থিতির কারণে সপ্তাহের শেষ কর্মদিবসেও ফাঁকা ছিল রাজধানীর ব্যস্ততম সড়কগুলো। ছিল না যানজটও। কারওয়ান বাজার, ঢাকা, ১৯ মার্চ। ছবি: দীপু মালাকার
বৃহস্পতিবার নিউমার্কেট এলাকায় মানুষের ভিড় থাকার কথা। কিন্তু করোনাভাইরাস–ভীতির কারণে এই এলাকায় ভিড় নেই। ঢাকা, ১৯ মার্চ। ছবি: আবদুস সালাম
করোনাভাইরাসের বিস্তার রোধে বন্ধ রাখা হয়েছে রাজধানীর বলাকা সিনেমা হল। ঢাকা, ১৯ মার্চ। ছবি: আবদুস সালাম
করোনাভাইরাসের সংক্রমণের আতঙ্কে মানুষ বাইরে বের হচ্ছে কম। তাই এখন অনেকেই চাল, ডালসহ মুদিপণ্য কিনতে ভিড় করছেন রাজধানীর পাইকারি দোকানগুলোতে। কারওয়ান বাজার, ১৯ মার্চ। ছবি: দীপু মালাকার
করোনাভাইরাসের বিস্তার রোধে বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের প্রধান ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। ঢাকা, ১৯ মার্চ। ছবি: আবদুস সালাম
বিদ্যুতের তারে বসে মাছ শিকারের অপেক্ষায় জোড়া পাকড়া মাছরাঙা পাখি। বটতলী, খাগড়াছড়ি, ১৯ মার্চ। ছবি: নীরব চৌধুরী
সবুজ পাহাড়ে সূর্যমুখীর হাসি। রাজ্যমনিপাড়ার জয়নার্সারি, খাগড়াছড়ি, ১৯ মার্চ। ছবি: নীরব চৌধুরী
করোনাভাইরাসের কারণে ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। স্কুলের ফটকে রয়েছে এ ভাইরাসের সচেতনতামূলক পোস্টার। খাগড়াছড়ি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি, ১৯ মার্চ। ছবি: নীরব চৌধুরী
জীবন-জীবিকা চালাতে খেত থেকে সবজি নিয়ে চেঙ্গী নদী পার হয়ে বাড়িতে যাচ্ছেন কৃষক। বটতলী, খাগড়াছড়ি, ১৯ মার্চ। ছবি: নীরব চৌধুরী
চিকিৎসকদের নিরাপত্তা সরঞ্জাম না থাকায় কর্মবিরতিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইর্ন্টারনি চিকিৎসকেরা। চারু মামার ক্যানটিন, মেডিকেল কলেজ ক্যাম্পাস, রাজশাহী, ১৯ মার্চ। ছবি: শহীদুল ইসলাম
খেত থেকে মৌসুমের শেষের বাঁধাকপি সংগ্রহ করে বাড়ি ফিরছেন পাহাড়ি নারী। মেম্বারপাড়া, খাগড়াছড়ি, ১৯ মার্চ। ছবি: নীরব চৌধুরী
যশোরে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে চালক ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে প্রচারপত্র ও বিনা মূল্যে মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যশোর জেলা শাখা। মুজিব সড়ক, যশোর, ১৯ মার্চ। ছবি: এহসান-উদ-দৌলা
পাবনার একমাত্র সিনেমা হল রূপকথা আজ থেকে বন্ধ। করোনাভাইরাসে স্বাস্থ্যঝুঁকির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। ১৮ মার্চ থেকে আগামী ২ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব সিনেমা হল। পাবনা, ১৮ মার্চ। ছবি: হাসান মাহমুদ
বাজারে চাহিদা বেশি থাকায় ঢাকা থেকে প্লাস্টিকের ড্রামে করে সয়াবিন তেলসহ বিভিন্ন ধরনের তেল নিয়ে আসা হয়েছে। লঞ্চ টার্মিনাল থেকে এসব যাবে খুচরা ব্যবসায়ীদের কাছে। পোর্ট রোড, বরিশাল, ১৯ মার্চ। ছবি: সাইয়ান
করোনাভাইরাসে নিয়ে সতর্ক মানুষের আনাগোনা কমে যাওয়ায় সিলেট নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা একেবারেই ফাঁকা। কদমতলী, সিলেট, ১৯ মার্চ। ছবি: আনিস মাহমুদ
করোনাভাইরাসের কারণে নিরাপদ দূরত্ব রেখে মানুষ নামাজ আদায় করছেন। ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ১৮ মার্চ। ছবি: রয়টার্স
উহানে একটি আবাসিক এলাকায় নিরাপদ দূরত্বে এক বাসিন্দাকে খাবার সরবরাহ করা হচ্ছে। হুবেই, চীন, ১৬ মার্চ। ছবি: এএফপি
করোনা–পরিস্থিতির কারণে ক্রেতাশূন্য রাজধানীর মার্কেটগুলো। বেইলি রোড, ঢাকা, ১৯ মার্চ। ছবি: দীপু মালাকার