Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (১৯ মে ২০১৯)

ইফতারের আগে কর্মস্থল থেকে বাসায় ফিরতে চান সবাই। কিন্তু গণপরিবহন সংকটে নাজেহাল হতে হয় রাজধানীবাসীকে। ফার্মগেট, ঢাকা, ১৯ মে। ছবি: দীপু মালাকার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনশনে ছাত্রলীগের পদবঞ্চিতদের একাংশ। রাজু ভাস্কর্য, ঢাকা, ১৯ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
জমিতে কাজের ফাঁকে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন শ্রমজীবীরা। গচিহাটা, কিশোরগঞ্জ, ১৯ মে। ছবি: তাফসিলুল আজিজ
বাড়ির আঙিনায় গাছে ঝুলছে রসালো লিচু। ভূঁইয়ট গ্রাম, সোনাখাড়া ইউনিয়ন, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ১৮ মে। ছবি: সাজেদুল আলম
দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফেরার পর আজ রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে অফিস করেন মন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ সচিবালয়, ঢাকা, ১৯ মে। ছবি: সংগৃহীত
বাঁশ দিয়ে নিজেই এমন ঝুড়ি বানান বিশ্বনাথ। রকম ভেদে দাম ৫০ থেকে শুরু করে ২৫০ টাকা পর্যন্ত। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মাগুরা, ১৯ মে। ছবি: কাজী আশিক রহমান
মোকাম থেকে ভ্যানে করে তরমুজ নেওয়া হচ্ছে শহরে। পাইকারিতে প্রতি মণ তরমুজ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। জয়পুরপাড়া এলাকা, বগুড়া শহর, ১৯ মে। ছবি: সোয়েল রানা
৯ দফা দাবিতে আন্দোলনরত পাটকলশ্রমিকদের সব বকেয়া ২০ রমজানের মধ্যে পরিশোধের দাবিতে শ্রমজীবী ও শিল্পরক্ষা আন্দোলন কমিটি মানববন্ধন ও স্মারকলিপি পেশ করে। আদমজী কোট, মতিঝিল, ঢাকা, ১৯ মে। ছবি: হাসান রাজা
ভালো দাম পাওয়ার আশায় মৌসুমি ফল কাঁঠাল বিক্রি করতে গ্রাম থেকে শহরে এসেছেন বিক্রেতা। সরকারি কলেজ প্রাঙ্গণ, রাঙামাটি, ১৯ মে। ছবি: সুপ্রিয় চাকমা
ঈদ উপলক্ষে জুতার দোকানে ক্রেতাদের ভিড়। বনরূপা, রাঙামাটি, ১৯ মে। ছবি: সুপ্রিয় চাকমা
হাওরে বেড়েছে পানি। এই সুযোগে ঘেরজাল পেতে মাছ শিকার করছেন মৎস্যজীবী। দোবাগীর হাওর, দক্ষিণ সুরমা,সিলেট, ১৯ মে। ছবি: আনিস মাহমুদ
পথের ধারের ফুল গাছে খাবারের খোঁজে কালো পিঁপড়া। শাহজালাল উপশহর, সিলেট, ১৯ মে। ছবি: আনিস মাহমুদ
দ্রুতগতির ট্রেন আসছে দেখেও ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার হচ্ছেন মানুষজন। যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। মোমিনখলা, দক্ষিণ সুরমা, সিলেট, ১৯ মে। ছবি: আনিস মাহমুদ
বরিশালের কীর্তনখোলা নদীর সাথে সংযুক্ত নগরের ঐতিহ্যবাহী জেল খালের প্রবেশপথের এমনই দশা। রসুলপুর, বরিশাল, ১৯ মে। ছবি: সাইয়ান
নিম্নমান প্রমাণিত হওয়ায় ৫২টি খাদ্যপণ্য প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৫২টি পণ্যের একটি এই ‘অনিল ঘোষের বাঘাবাড়ী স্পেশাল গাওয়া ঘি’। নির্দেশ অমান্য করে ঘি উৎপাদন অব্যাহত রাখায় ১০ লাখ টাকা জরিমানা করে কারখানাটি সিলগালা করে দেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। গোড়ান, ঢাকা, ১৯ মে। ছবি: আবদুস সালাম
শেষ বিকেলে হঠাৎ করেই রাজধানীর আকাশে কালো মেঘ জমে যায়। ফার্মগেট, ১৯ মে। ছবি: দীপু মালাকার
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাত দখল করে ব্যক্তিগত গাড়ি পার্ক করে রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। ধানমন্ডি, ঢাকা, ১৯ মে। ছবি: দীপু মালাকার
যানজটে শিশুটি দ্রব্য বিক্রি করছিল, হঠাৎ গাড়ি চলতে শুরু করলে ঘটে বিপত্তি। সামনে এগোবে, না কোন দিকে যাবে। বুঝে উঠতে পারে না সে। পরে গাড়ি থেমে গেলে ফুটপাতে যায় সে। নিউমার্কেট, সাত মসজিদ রোড, ১৯ মে। ছবি: জাহিদুল করিম