Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২০ জানুয়ারি ২০১৯)

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করছেন শিক্ষার্থীরা। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠ, খাগড়াছড়ি শহর, ১৯ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
কুয়াশার মাঝে ধেয়ে আসছে ট্রেন। এ সময় ঝুঁকি নিয়ে রেললাইন পার হচ্ছেন এক ব্যক্তি। ভেলুরপাড়া, সোনাতলা উপজেলা, বগুড়া, ২০ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
বাঙালি নদীর স্বচ্ছ পানিতে সাঁতার কাটছে হাঁস। আড়িয়াঘাট, সোনাতলা উপজেলা, বগুড়া, ২০ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
অস্ত যাচ্ছে সূর্য। আঁধার নামছে প্রকৃতিতে। বোয়ালিয়া এলাকা, উল্লাপাড়া উপজেলা, সিরাজগঞ্জ, ১৯ জানুয়ারি। ছবি: সাজেদুল আলম
শীতে পর্যটকের ভিড় জমেছে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটনকেন্দ্রে। জেলার অন্যতম পর্যটনকেন্দ্র মায়াবিনী লেক। লেকে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। মায়াবিনী লেক, কংচাইরীপাড়া এলাকা, খাগড়াছড়ি সদর, ১৭ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
ভরদুপুরে বিক্রির জন্য তৈজসপত্র নিয়ে চলছেন এক ফেরিওয়ালা। বোয়ালখালী এলাকা, দীঘিনালা উপজেলা, খাগড়াছড়ি, ২০ জানুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
পুরান ঢাকার আলুবাজার পুকুর এটি। সংস্কার কাজের জন্য দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন করে রাখা হয়েছে। পড়ে থাকা আবর্জনার স্তূপ সরিয়ে খেলার জন্য জায়গা করছে স্থানীয় কয়েকজন শিশু। নাজিরাবাজার এলাকা, পুরান ঢাকা, ২০ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সচিবালয় রোড, ঢাকা, ২০ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
ট্রাফিক আইন অমান্য করে সড়কের সব কটি লেনজুড়ে বেপরোয়াভাবে চলছে বাস। বাংলামোটর, ঢাকা, ২০ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
রাজধানীতে একটু স্বস্তির জায়গা রমনা পার্ক। সেই পার্কের পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। অনেক বেঞ্চই এমন ভাঙাচোরা। ঢাকা, ২০ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের উচ্ছেদের কাজ শুরু করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে কারওয়ান বাজার এলাকার রেললাইন–সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছি শতাধিক দোকানপাট ও ঘর। আবারও দখল হয়ে গেছে রেললাইনের পাশের জায়গা। কারওয়ান বাজার, ঢাকা, ২০ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
রাজধানীর আবদুল্লাহপুর থেকে ৪৬৯টি বন্য পাখি জব্দ করে র‌্যাব-১ ও ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট। পাখিগুলো রোববার সন্ধ্যায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সামনে অবমুক্ত করা হয়। ক্রিসেন্ট লেক এলাকা, ঢাকা, ২০ জানুয়ারি। ছবি: আবদুস সালাম