Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২০ জুন ২০১৮)

চট্টগ্রামে যুক্তরাজ্যভিত্তিক ‘লেনস কালচার স্ট্রিট ফটোগ্রাফি অ্যাওয়ার্ড-২০১৮’-এর সিরিজ ছবি ক্যাটাগরিতে প্রথম হয়েছেন বাংলাদেশের সৌরভ দাশ। তাঁর সিরিজ ছবির শিরোনাম ছিল ‘ভাসমান নায়কেরা’। চট্টগ্রাম, ২০ জুন। ছবি: প্রথম আলো
মায়াবিনী লেকে নৌবিহারে পর্যটকেরা। কংচারী পাড়া মায়াবিনী পর্যটন কেন্দ্র, পানছড়ি, খাগড়াছড়ি, ১৯ জুন। ছবি: জয়ন্তী দেওয়ান
বিক্রির জন্য বাগান থেকে আম তুলছেন এক চাষি। কংচারী পাড়া, পানছড়ি, খাগড়াছড়ি, ১৯ জুন। ছবি: জয়ন্তী দেওয়ান
ফলের বাগানে মাল্টা। পুঁইছড়ি ইউনিয়ন, বাঁশখালী, চট্টগ্রাম, সাম্প্রতিক ছবি। ছবি: হিমেল বড়ুয়া
ঠোঁটে খাবার নিয়ে ইতিউতি তাকাচ্ছে কাঠশালিকটি। রায়েরমহল, খুলনা, ১৯ জুন। ছবি: সাদ্দাম হোসেন
খুলনার বিভাগীয় জাদুঘর প্রাঙ্গণে ফুটেছে নজরকাড়া ফুল। খুলনা, ১৯ জুন। ছবি: সাদ্দাম হোসেন
চড়ুই পাখি। এই পাখির দৈর্ঘ্য ১৫ সেন্টিমিটার, ইংরেজি নাম Eurasian Tree Sparrow। এদের খাবারের তালিকায় আছে শস্যদানা, ফল, কচি ঘাসের ডগা ও বীজ, ছোট কীটপতঙ্গ ও ফুলের কুঁড়ি। লালমনিরহাট, হাতীবান্ধা ১৯ জুন। ছবি: মোছাব্বের হোসেন
ছুটি শেষ হলেও এখনো কাটেনি ঈদের আমেজ। পুরান ঢাকার আদালতপাড়ায় প্রায় অবসর সময় কাটছে দলিল লেখকদের। ঢাকা, ২০ জুন। ছবি: দীপু মালাকার
প্রথম আলো কার্যালয়ে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস: বাংলাদেশ পরিস্থিতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় প্রথম আলো এই বৈঠকের আয়োজন করে। কারওয়ান বাজার, ঢাকা, ২০ জুন। ছবি: হাসান রাজা
গাছ থেকে পড়েছে পাকা আম। সেটি মজা করে খাচ্ছে কাকটি। সেউজগাড়ী, বগুড়া, ২০ জুন। ছবি: সোয়েল রানা, বগুড়া
জোয়ারে ভৈরব নদের পানি বেড়ে সড়কের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরোনো রূপসা-বাগেরহাট সড়ক। এখন ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ২০ জুন, বাগেরহাট সদর, বাগেরহাট। ছবি: ইনজামামুল হক
পাবনায় ধানমাড়াইয়ের পর অবশিষ্ট খড় সংরক্ষণ করছেন এক কৃষক। স্থানীয়ভাবে একে পোয়ালপালা বা খড়ের গাদা বলে। বর্ষাকালে মাঠঘাট ডুবে থাকায় সংকট দেখা দেয় গোখাদ্যের। তখন এই সংরক্ষিত খড় খাওয়ানো হয় গবাদিপশুকে। ভুরভুরিয়া, মালঞ্চি, পাবনা, ২০ জুন। ছবি: হাসান মাহমুদ
চট্টগ্রামে অনিক হত্যার বিচারের দাবিতে নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী। এ সময় নিহত অনিকের ছবি নিয়ে মানববন্ধনে দাঁড়ান মা-বাবা। চট্টগ্রাম, ২০ জুন। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকার শহীদ লেনে বুধবার সকালে মাদকবিরোধী ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় আকবর শাহ থানার পুলিশ। চট্টগ্রাম। ছবি: জুয়েল শীল
অতি বৃষ্টিতে খেতের ধান ডুবে যাচ্ছে। ফরিদপুর সদর উপজেলার দক্ষিণ গোয়ালচামট এলাকার কৃষক আফসার শেখ নিজের খেতে আউশ ধান কাটছেন। ফরিদপুর, ২০ জুন। ছবি: আলীমুজ্জামান