Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২০ জুলাই ২০১৮)

রংপুর চিড়িয়াখানায় গরমে অস্থির বাঘটি হাঁসফাঁস করছিল। সামনে খাবার পড়ে থাকলেও সেদিকে আগ্রহ নেই। পানিতে শরীর ভিজিয়ে প্রশান্তি খুঁজছে সে। রংপুর, ২০ জুলাই। ছবি: মঈনুল ইসলাম
ডুবে যাওয়া উভচর যান উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। টেবিল রক লেক, ব্র্যানসন, স্টোন কাউন্টি, মিজৌরি, যুক্তরাষ্ট্র, ১৯ জুলাই। ছবি: রয়টার্স
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রার অগান কমারিং ইলিয়র প্রদেশের মাঠে আগুন লেগেছে। আগুন নেভাতে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার হেলিকপ্টার থেকে পানি ঢালা হচ্ছে। দক্ষিণ সুমাত্রা, ইন্দোনেশিয়া, ১৯ জুলাই। ছবি: রয়টার্স
ঘূর্ণিঝড়ের পর বিধ্বস্ত ভবন। মার্শালটাউন, আইওয়া, যুক্তরাষ্ট্র, ১৯ জুলাই। ছবি: রয়টার্স
রাজধানীর শেরেবাংলা নগরে চলছে জাতীয় বৃক্ষমেলা। গত বুধবার মাসব্যাপী এই মেলার উদ্বোধন হয়। মেলার একটি স্টলে ড্রাগন ফলের চারা রাখা হয়েছে। ঢাকা, ২০ জুলাই। ছবি: আবদুস সালাম
গরমে কাঁঠাল পেকেছ। ছুটির দিনে পাকা কাঁঠাল পাড়তে গাছে উঠেছে এক শিশু। শ্রীরামপুর, দোগাছি, আরিফপুর, পাবনা, ২০ জুলাই। ছবি: হাসান মাহমুদ
খাল-বিল এখন পানিতে টইটম্বুর। বিলের পানিতে নেমে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে নেমেছে দুই শিশু। সোনাতলা, সিলেট সদর, ১৯ জুলাই। ছবি: আনিস মাহমুদ
এই গরমে পুকুরে নামলেই প্রশান্তি। পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, পাবনা, ২০ জুলাই। ছবি: হাসান মাহমুদ
রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে চলছে জাতীয় বৃক্ষমেলা। গত বুধবার মাসব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়। মেলায় অনেকে সপরিবারে এসেছেন। ঢাকা, ২০ জুলাই। ছবি: আবদুস সালাম
পৌনে দুই একর জায়গাজুড়ে নির্মিত হচ্ছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ২০১৬ সালের জানুয়ারিতে শুরু হওয়া এ প্রকল্পের নির্মাণকাজ শেষ হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বরে। চানখাঁরপুল, ঢাকা, ২০ জুলাই। ছবি: আবদুস সালাম
আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে বাংলাদেশ আওয়ামী লীগ। সোহরাওয়ার্দী উদ্যানে তার প্রস্তুতি চলছে। ঢাকা, ২০ জুলাই। ছবি: আবদুস সালাম
রাজধানীতে তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী। একটু স্বস্তি পাওয়ার আশায় শিশুরা নদীতে নেমে খেলা করছে। ফরাশগঞ্জ ঘাট, ২০ জুলাই। ছবি: দীপু মালাকার
দুদিন ধরে রাজধানীতে দুঃসহ গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। তবে আজ বিকেল থেকে আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে। ঝুম বৃষ্টিতে প্রশান্তি নেমে আসবে—সেই প্রত্যাশা নগরবাসীর। সদরঘাট, ২০ জুলাই। ছবি: দীপু মালাকার
দুঃসহ গরমে অতিষ্ঠ হয়ে পানির খোঁজে বানরটি। পুরান ঢাকা, কৈলাস ঘোষ লেন, ২০ জুলাই। ছবি: দীপু মালাকার
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ (কেন্দ্রীয় কমিটি) জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে। শাহবাগ, ঢাকা, ২০ জুলাই। ছবি: দীপু মালাকার