Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২০ মে, ২০২০)

শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করে দিয়েছে। এর প্রভাবে রাজধানীর আকাশও সকাল থেকেই মেঘাচ্ছন্ন। থেমে থেমে হচ্ছে বৃষ্টি। সদরঘাট এলাকা, ঢাকা, ২০মে। ছবি: দীপু মালাকার
ঘূর্ণিঝড় আম্পানের কারণে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। তাই ভোর থেকে অনেকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে। কয়রা মদিনাবাদ দারুস সালাম মহিলা দাখিল মাদ্রাসা ও সাইক্লোন সেন্টার, কয়রা উপজেলা, খুলনা, ২০ মে। ছবি: সাদ্দাম হোসেন
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ঝোড়ো বাতাস বইতে শুরু করেছে। সঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ডাকবাংলা এলাকা, কয়রা উপজেলা, খুলনা, ২০ মে। ছবি: সাদ্দাম হোসেন
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন। হাতিরঝিল, ঢাকা, ২০ মে। ছবি: আবদুস সালাম
করোনাকালে ঢাকার রাজপথে যানজট। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা, ২০ মে। ছবি: আবদুস সালাম
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বুধবার সকাল থেকে বরিশাল নগরে থেমে থেমে ঝোড়ো বাতাস বইছে। দক্ষিণ আলেকান্দা এলাকা, বরিশাল নগর, ২০ মে। ছবি: প্রথম আলো
ভাঙনের ঝুঁকিতে বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদের গাবতলা অংশের বেড়িবাঁধ। শরণখোলা, বাগেরহাট, ২০ মে। ছবি: প্রথম আলো
করোনা–পরিস্থিতির কারণে উৎপাদিত ফসল পাহাড়ের চাষিরা বিক্রি করতে পারছেন না। তাঁদের কাছ থেকে ফসল ও পণ্য কিনে খাগড়াছড়ি স্টেডিয়ামে বিনা মূল্যে এক মিনিটের বাজারে বিক্রির আয়োজন করেছে খাগড়াছড়ি সদর জোন। স্টেডিয়ামে প্রবেশ করার আগে তাপমাত্রা মাপা, কিটনাশক স্প্রের জন্য ক্রেতাদের অপেক্ষা। স্টেডিয়াম, খাগড়াছড়ি, ২০ মে। ছবি: নীরব চৌধুরী
করোনা–পরিস্থিতির কারণে চাষিদের উৎপাদিত ফসল বিক্রি করা সম্ভব হচ্ছে না। তাঁদের কাছ থেকে ফসল ও পণ্য কিনে বিনা মূল্যে এক মিনিটের বাজারে বিক্রির আয়োজন করেছে খাগড়াছড়ি সদর জোন। এক মিনিটে বাজার করছেন অনেক ক্রেতা। স্টেডিয়াম, খাগড়াছড়ি, ২০ মে। ছবি: নীরব চৌধুরী