Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২১ এপ্রিল ২০১৯)

গাছের ডালে জোড়া বুলবুলি পাখি। মজমপুর, কুষ্টিয়া, ২১ এপ্রিল। ছবি: তৌহিদী হাসান
শ্রীলঙ্কায় কয়েকটি গির্জা ও হোটেলে বিস্ফোরণ হয়েছে। ছবি: টুইটার
পবিত্র শবে বরাত উপলক্ষে নকশাদার এসব পাউরুটি পুরান ঢাকার বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে। নকশী, ফেন্সী নামের এসব রুটি কেজি প্রতি বিক্রি হয় ১০০ থেকে ৫০০ টাকা কেজি দরে। সাতরওজা এলাকা, ২১ এপ্রিল। ছবি: দীপু মালাকার
ছোট ছোট বাটিতে সাজানো হরেক রকম সুস্বাদু হালুয়া দেখছেন ক্রেতারা। পবিত্র শবে বরাত উপলক্ষে পুরান ঢাকার আনন্দ কনফেকশনারিতে এই বিশেষ হালুয়া-রুটির আয়োজন। সাতরওজা এলাকা, ২১ এপ্রিল। ছবি: দীপু মালাকার
পবিত্র শবে বরাত উপলক্ষে পুরান ঢাকার বিভিন্ন মসজিদে জোহরের নামাজ আদায় শেষে মুসল্লিরা গরিবদের সাহায্য করেন। আগামসি লেন, ২১ এপ্রিল। ছবি: দীপু মালাকার
বোরো ধান কাটা চলছে। কৃষকেরা দল বেঁধে পাকা ধান নিয়ে বাড়ি ফিরছেন। দক্ষিণখার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, ২১ এপ্রিল। ছবি: এমদাদুল হক
প্রতিরোধ ব্যবস্থা ছাড়াই ধান খেতে কীটনাশক ছিটাচ্ছেন একজন কৃষক। ভাতহাড়িয়া গ্রাম, ব্রহ্মগাছা ইউনিয়ন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২০ এপ্রিল। ছবি: সাজেদুল আলম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তহাটে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বিপনীকেন্দ্র। আজ এই কেন্দ্রের শুভ উদ্বোধন। কসবা, ব্রাহ্মণবাড়িয়া, ২১ এপ্রিল। ছবি: সোহরাব হোসেন