Thank you for trying Sticky AMP!!

আলু, টমেটো, রাইশাক, মুলাসহ বিভিন্ন মিশ্র শাকসবজির চাষ করছেন পাহাড়ি কিষানি সোনাবি চাকমা। ব্যস্ত সময় কাটাচ্ছেন আগাছা পরিষ্কারে। উত্তর কুতুকছড়ি, নানিয়ারচর, রাঙামাটি, ২১ জানুয়ারি

এক ঝলক: ২১ জানুয়ারি, ২০২১

ভারতের উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও সেরাম ইনস্টিটিউট প্রস্তুতকৃত ২০ লাখ করোনার টিকা বাংলাদেশে এসেছে। নিরাপত্তাবলয়ে বিমানবন্দর থেকে টিকা বহনকারী দুটি কাভার্ড ভ্যান নিয়ে যাওয়া হচ্ছে তেজগাঁওয়ে ইপিআই স্টোরে। বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা জেলা ইপিআই স্টোরে নেওয়া হচ্ছে করোনাভাইরাসের টিকা। বৃহস্পতিবার দুপুরে তেজগাঁও এলাকায়
ভারত থেকে উপহার হিসেবে বাংলাদেশে টিকা এসেছে। টিকা বহন করার জন্য দুটি কাভার্ড ভ্যান প্রবেশ করছে বিমানবন্দরে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ২১ জানুয়ারি
প্রায় ১৬ বছর ধরে খেজুরের রসের ঐতিহ্যবাহী নালি তৈরি করেন বাদশা-জমেলা দম্পতি । ভিটিসোনাই, কাহালু, বগুড়া, ২১ জানুয়ারি
আলু, টমেটো, রাইশাক, মুলাসহ বিভিন্ন মিশ্র শাকসবজির চাষ করছেন পাহাড়ি কিষানি সোনাবি চাকমা। ব্যস্ত সময় কাটাচ্ছেন আগাছা পরিষ্কারে। উত্তর কুতুকছড়ি, নানিয়ারচর, রাঙামাটি, ২১ জানুয়ারি
মাঘে শীত ও কুয়াশা জেঁকে বসেছে। কুয়াশাঘেরা সকালে কাজে বেরিয়েছে রাজধানীবাসী। যাত্রাবাড়ী, ঢাকা, ২১ জানুয়ারি
দূষণে কালো কুচকুচে রং ধারণ করেছে শীতলক্ষ্যার পানি। পানি থেকে আসছে দুর্গন্ধও। হাজীগঞ্জ গুদারাঘাট, নারায়ণগঞ্জ, ২১ জানুয়ারি
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল সিনিয়র সচিব পদে পদোন্নতি পাওয়ায় আইএসপিআর পরিদপ্তরের পরিচালক আবদুল্লাহ ইবনে জায়েদ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান
পাটুরিয়ায় ফেরিতে ওঠার সময় একটি মাইক্রোবাস নদীতে পড়ে ডুবে যায়। পরে মাইক্রোবাসটি উদ্ধারে তৎপরতা চালায় ফায়ার সার্ভিস। ৫ নম্বর ঘাট, মানিকগঞ্জ, ২১ জানুয়ারি
রাজধানীর মিরপুর ১১ নম্বরের ৩ নম্বর অ্যাভিনিউর ৪ নম্বর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। মিরপুর, ঢাকা, ২১ জানুয়ারি
চলন্ত বাস থেকে নামতে গিয়ে সড়কে পড়ে যান এক যাত্রী। এ সময় তিনি একই বাসের নিচে চাপা পড়া থেকে অল্পের জন্য রক্ষা পান। জাতীয় প্রেসক্লাব এলাকা, ঢাকা, ২১ জানুয়ারি