Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২১ জুন, ২০২০)

করোনার প্রাদুর্ভাবের পরপর বন্ধ রাখা হয়েছে বিনোদন কেন্দ্রগুলো। প্রাকৃতিক পরিবেশে উন্মুক্তভাবে বড় হচ্ছে সাউথ আফ্রিকা থেকে আনা তিনটি ওয়াইট পেলিক্যান। মানুষের চলাচল না থাকায় প্রকৃতি পরিবর্তিত হয়েছে অনেকটাই। আর এই পরিবেশে পাখিগুলো এখন অনেক বেশ সজীব ও প্রাণবন্ত। মিরপুর জাতীয় চিড়িয়াখানায়, ঢাকা, ২১ জুন। ছবি: আশরাফুল আলম
বাংলাদেশ থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ আংশিক দেখা যায় । ঢাকার মেঘাচ্ছন্ন আকাশে সকাল ১১ টা ৩০ থেকে শুরু হয়ে সর্বোচ্চ গ্রহণ দেখা যায় বেলা ১টা ২১ মিনিট পর্যন্ত। এর মাঝেই থেমে থেমে হয় বৃষ্টি। বাহাদুর শাহ পার্ক এলাকা, ঢাকা, ২১ জুন। ছবি: দীপু মালাকার
করোনার প্রভাবে বাড়িভাড়াসহ নিত্যখরচ জোগাতে শহর ছেড়ে গ্রামে যাচ্ছে মানুষ। ভাড়া কমাতে এক এলাকা থেকে অন্য এলাকায় যাচ্ছে বাসিন্দারা। রাজধানীর ফার্মগেটের তেজকুনীপাড়ায় থাকতেন গৃহিণী বীথি ও তাঁর পরিবার। খরচ কমাতে চলে যাচ্ছেন কামরাঙ্গীরচর এলাকায়। গতকাল দুপুরে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে। ছবি: তানভীর আহাম্মেদ
উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কামাল লোহানীকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা ও সালাম জানায় বিভিন্ন সংগঠন। গতকাল দুপুরে রাজধানীর পল্টনে উদীচী কার্যালয়ের সামনে। ছবি: প্রথম আলো
রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম বাজারজাত শুরু হয়েছে। বাগান থেকে আম পেড়ে তা বিক্রির জন্য বাজারে নিয়ে আসা হয়েছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, রংপুর, ২০ জুন। ছবি: মঈনুল ইসলাম
রংপুরে কোভিড-১৯ রোগের নমুনা পরীক্ষার নিরাপদ বুথ নেই। নগরের নিউ ইঞ্জিনিয়ারপাড়া বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রের বারান্দায় ঝুঁকি নিয়ে প্রতিদিন সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহ করছেন। রংপুর, ২০ জুন। ছবি: মঈনুল ইসলাম
রাস্তার পাশের গাছে বাসা বেঁধেছিল দুর্লভ দুধরাজ দম্পতি। তিনটি ছানাসহ মা পাখিটিকে ধরে নিয়ে যায় এক যুবক। মা পাখিটিকে পাওয়া না গেলেও ছানা তিনটি উদ্ধার হয়। পরে তাদের আগের স্থানেই রাখা হয়। এখন পুরুষ পাখিটির ভালোবাসায় বেড়ে উঠছে মা-হারা ছানাগুলো। মালঞ্চী, পাবনা, সাম্প্রতিক ছবি। ছবি: হাসান মাহমুদ
হঠাৎ করেই করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বাবাকে ভর্তির জন্য ইবনেসিনা হাসপাতালে নেওয়া হলে সেখানে ভর্তি নেওয়া হয়নি। সেখান থেকে তাঁর মেয়ে বীথি ঢাকা মেডিকেলে ভর্তির জন্য নিয়ে আসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ২১ জুন। ছবি: আশরাফুল আলম