Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২১ মে ২০১৯)

চলছে ঈদের কেনাকাটা। বসুন্ধরা সিটি শপিং মল, পান্থপথ, ২১ মে। ছবি: দীপু মালাকার
কড়ই গাছের ডালে বসে পাহাড়ি দুই টিয়া পাখি এক অপরকে খাবার খাওয়াচ্ছে। আনন্দনগর, খাগড়াছড়ি, ২০ মে। ছবি: নীরব চৌধুরী
বুলবুলিটি ছানার খাদ্য জোগাতে পোকা শিকার করছে। লুম্বিনী, রাঙামাটি, ২১ মে। ছবি: সুপ্রিয় চাকমা
ধলাবুক মৌটুসি ফুলের মধু খেতে এসেছে। লুম্বিনী, রাঙামাটি, ২১ মে। ছবি: সুপ্রিয় চাকমা
সরকারিভাবে বিতরণে সৌরবিদ্যুৎ আলো ছড়াচ্ছে দূর এলাকার গরিব মানুষের মধ্যে। ফুলের মুখ, রাঙামাটি, ২১ মে। ছবি: সুপ্রিয় চাকমা
হাওরের পানিতে ডুবে ডুবে মাছ শিকার করে পানকৌড়ি। একটু বিরতি দিয়ে বাঁশের খুঁটিতে বসে আছে পানকৌড়ি দুটি। দোবাগীর হাওর, দক্ষিণ সুরমা, সিলেট, ২১ মে। ছবি: আনিস মাহমুদ
জ্যৈষ্ঠ মাসের তপ্ত দিনে নতুন লেপ সেলাই করছেন এক কারিগর। অসময়ে লেপ বানানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, এ সময়ে লেপ তৈরির খরচ প্রায় অর্ধেক। তাই অনেকেই এ সময়ে তাদের কাছ থেকে লেপ বানিয়ে নেন। সয়দাবাদ, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২১ মে। ছবি: সাজেদুল আলম
বড়াইগ্রাম উপজেলা খাদ্যগুদামে ‘জায়গা নেই’ দাবি করে কৃষকের ধান কিনছে না সরকার। ধান কেনা-বেচা হচ্ছে না, তাই গুদামের বাইরে ট্রাক দেখে অনেকেই কৌতূহলী হচ্ছেন। বড়াইগ্রাম, নাটোর, ২১ মে। ছবি: মুক্তার হোসেন
বিসিক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীর শিল্পকলা একাডেমিতে চলছে জামদানি পণ্য প্রদর্শনী ও মেলা। চলবে ২৫ মে পর্যন্ত। শিল্পকলা একাডেমি, ঢাকা, ২১ মে। ছবি: আবদুস সালাম
হুয়াওয়ের খুচরা দোকানে একজন কর্মী মোবাইল ফোন সেট দেখছেন। সাংহাই, চীন, ৮ মে। ছবি: এএফপি
মহাসড়কে অবৈধ রিকশাভ্যানের যাত্রী বহন। বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া, বগুড়া, ২১ মে। ছবি: সোয়েল রানা
এই গরমে যেখানে বৈদ্যুতিক পাখা নেই, সেখানে এ ধরনের হাতপাখাই ভরসা। বিসিক এলাকা, বগুড়া, ২১ মে। ছবি: সোয়েল রানা
বোরো ধান কাটছেন কৃষক। বড়দের সহযোগিতা করতে ধানের আঁটি মাথায় করে নিচ্ছে বাড়ির ছোটরা। বাইশটিলা, সদর, সিলেট, ২১ মে। ছবি: আনিস মাহমুদ
প্রচণ্ড রোদ আর গরমে তৃষ্ণা মেটাতে সুরমা নদীর পানিতে মুখ লাগিয়েছে কাকটি। চাঁদনীঘাট, সিলেট, ২১ মে। ছবি: আনিস মাহমুদ
সিলেটে জমে উঠেছে ঈদবাজার। এখন নগরের বিভিন্ন বিপণিবিতানে পোশাকের দোকানে ক্রেতাদের ভিড়। মাহা টাওয়ার, সিলেট, ২১ মে। ছবি: আনিস মাহমুদ
প্রচণ্ড রোদ ও গরমের কারণে মাথা ঘুরে রাস্তায় পরে যান লোকটি। তাঁকে ধরাধরি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পথচারীরা। সিরাজদৌল্লা সড়ক, কালির বাজার, নারায়ণগঞ্জ, ২১ মে। ছবি: দিনার মাহমুদ
খড়ি (জ্বালানি) কুড়িয়ে বাড়ি ফিরছে তিন শিশু। বন বিভাগ চত্বর, শেরুয়া, শেরপুর, বগুড়া, ২১ মে। ছবি: সবুজ চৌধুরী
ঝাঁক বেঁধে পুকুরে সাঁতার কাটছে পাতিহাঁসের ছানা। পানিসারা, বিশালপুর ইউনিয়ন, শেরপুর, বগুড়া, ২১ মে। ছবি: সবুজ চৌধুরী
ঈদকে সামনে রেখে চামড়ার জুতা তৈরি হচ্ছে। জুতার বেশ চাহিদা থাকায় সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন এই কারিগরেরা। শাসনগাছা, আদর্শ সদর, কুমিল্লা, ২১ মে। ছবি: এমদাদুল হক
আরও একটি ‘মানবতার দেয়াল’। দুস্থদের জন্য যে কেউ এখানে রেখে যেতে পারেন পোশাক। খিলগাঁও, ঢাকা, ২১ মে। ছবি: আবদুস সালাম
অনেকেই ঝুঁকি নিয়ে বিভাজকের ফাঁক গলে সড়ক পার হন। শান্তিনগর বাজার এলাকা, ঢাকা, ২১ মে। ছবি: আবদুস সালাম
রাজধানীর ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে পর্যাপ্ত অগ্নিনির্বাপণের ব্যবস্থা না থাকায় ভবনটি ফায়ার সার্ভিস স্টেশন কর্তৃক মাসখানেক আগে অগ্নি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। এখনো ভবনটির প্রায় সব কটি অগ্নিনির্বাপণ যন্ত্র থাকার বক্সটি ফাঁকা, সামনে রাখা থাকে গুদামের মালপত্র। সদরঘাট, ২১ মে। ছবি: দীপু মালাকার
পুরান ঢাকার সূত্রাপুর-একরামপুর সড়কে নতুন করে সংস্কারের কাজ করা হয়েছে। পিচঢালাই তাড়াতাড়ি শুকানোর জন্য গার্মেন্টসের ফেলনা কাপড় ছিটিয়ে ভিজিয়ে রাখা হচ্ছে। ঢাকা, ২১ মে। ছবি: দীপু মালাকার
কোনো ধরনের নিরাপত্তাবেষ্টনী না রেখেই চলছে সুয়ারেজ লাইনের সংস্কার কাজ। পথচারীদের সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা। দীননাথ সেন রোড, গেন্ডারিয়া, ২১ মে। ছবি: দীপু মালাকার
ইফতারের আগমুহূর্তে রাজধানীর প্রায় সব সড়কেই থাকে তীব্র যানজট। বাধ্য হয়ে অনেকে যানবাহন থেকে নেমেই হাঁটা ধরেন গন্তব্যের উদ্দেশে। তেঁজগাও -পান্থপথ লিংক রোড, ২১ মে। ছবি: দীপু মালাকার