Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২১ সেপ্টেম্বর ২০১৮)

পড়ন্ত বিকেলে ব্রহ্মপুত্রের বুকে নৌভ্রমণ। কালীবাড়ির চর, ময়মনসিংহ, ২০ সেপ্টেম্ব। ছবি: আনোয়ার হোসেন
শুঁড়ে উঠে হাতির পরিচর্যা করছেন মাহুত। যমুনা নদীর তীরবর্তী এলাকা, নয়াদিল্লি, ভারত, ২১ সেপ্টেম্বর। ছবি: এএফপি
শাপলা-বিলে নৌকা নিয়ে মাছ শিকার করছেন দুজন। মসূয়া এলাকা, কটিয়াদী উপজেলা, কিশোরগঞ্জ, ১৯ সেপ্টেম্বর। ছবি: তাফসিলুল আজিজ
কাশবনের মাঝ দিয়ে নৌকা নিয়ে চলছেন দুই মাছ শিকারি। পাঠানপাড়া এলাকা, রাজশাহী নগর, সাম্প্রতিক ছবি। ছবি: শহীদুল ইসলাম
পানির স্রোতে ভেঙে গেছে নৌকার তলা। নদীর পাড়ে তুলে মেরামত করা হচ্ছে ভাঙা অংশ। টুকেরবাজার, সিলেট, ২০ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
সাপ্তাহিক কবুতরের হাট, আশপাশের বিভিন্ন স্থান থেকে খামারিরা এই হাটে কবুতর নিয়ে আসেন। ২০০ থেকে ২০ হাজার টাকা দরে একেক জোড়া কবুতর বিক্রি হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কেনাবেচা। গুহলক্ষ্মীপুর, ফরিদপুর, ২০ সেপ্টেম্বর। ছবিঃ আলীমুজ্জামান।
দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোডে তাজিয়া মিছিলে ইমাম হোসেনের (রা.) প্রতীকী সমাধি বহন করতে দেখা যায়। ভারত, ২১ সেপ্টেম্বর। ছবি: ভাস্কর মুখার্জি
পবিত্র আশুরা উপলক্ষে দক্ষিণ কলকাতার মেটিয়াবুরুজ বাহাদুর শাহ মসজিদ এলাকায় তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিদের কেউ কেউ নিজের শরীরে আঘাত করে মাতম করেন। ভারত, ২১ সেপ্টেম্বর। ছবি: ভাস্কর মুখার্জি
সড়ক বিভাজকের বেষ্টনীগুলো নানা রঙে রং করা হয়েছে। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ এলাকার চিত্র। ঢাকা, ২১ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম
শিকল ভাঙছেন এক তরুণ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালে ছাত্র ফ্রন্টের করা একটি দেয়ালচিত্র। ফুলার রোড, ঢাকা, ২১ সেপ্টেম্বর। ছবি: আবদুস সালাম