Thank you for trying Sticky AMP!!

ভরা পূর্ণিমা ঘিরে সাগর মোহনা থেকে নদীতে ইলিশ প্রবেশ শুরু করেছে। এর ফলে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ। এই মৌসুমে আজ প্রথম ইলিশে ইলিশে সরগরম চাঁদপুর। বড় বড় ট্রলার থেকে নামানো হচ্ছে ইলিশ। বড়স্টেশন মাছঘাট, চাঁদপুর, ২১ সেপ্টেম্বর

এক ঝলক (২১ সেপ্টেম্বর, ২০২১)

আউশ ধান কেটে মাঠেই মাড়াই করছে একদল কৃষক। শাখারিয়া গ্রাম, বগুড়া, ২১ সেপ্টেম্বর
বাজারে ইলিশ মাছের পসরা। কিন্তু দাম বেশি থাকায় ক্রেতা কম দেখা যায়। সিটিবাজার, রংপুর, ২১ সেপ্টেম্বর
শ্রেণিকক্ষে প্রবেশের আগে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে সাবান দিয়ে হাত ধুয়ে নিচ্ছে। মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজে। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা। ২১ সেপ্টেম্বর
খেতে আমনের চারা রোপণ করছেন কয়েকজন কৃষক। তেরকান্দা, নোয়াগাঁও, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ২১ সেপ্টেম্বর
বলের গায়ে রংতুলির আঁচড়ে বাংলাদেশি ক্রিকেটারদের ছবি আঁকছেন তরুণ শিল্পী তারিকুল ইসলাম। বগুড়া, ২১ সেপ্টেম্বর
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের নিঃশর্ত মুক্তির দাবিতে সিএমএম কোর্টের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন গ্রাহকেরা। পরে পুলিশ তাঁদের অন্যত্র সরিয়ে দেয়। ঢাকা, ২১ সেপ্টেম্বর
দীর্ঘদিন ধরে রাজবাড়ীর গোয়ালন্দ বাজারের রেললাইন গেটে কোনো গেটম্যান না থাকায় স্থানীয় লোকজনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হয়। গোয়ালন্দ, রাজবাড়ী, ২১ সেপ্টেম্বর
সাংবাদিক জাহেদা কামাল, মোহাম্মেদ সোলাইমান ও আলমগীর মানিকের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন রাঙামাটি প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন সংগঠনের সদস্যরা। জেলা প্রশাসন কার্যালয়, রাঙামাটি, ২১ সেপ্টেম্বর
রুইলুই ও কংলাক—এ দুই মৌজার পাহাড়ি সড়কের একটি অংশে পিচ ঢালা না থাকায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে যানবাহনে আসা–যাওয়া করেন পর্যটক ও এলাকার বাসিন্দারা। কাদামাখা এ সড়কে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সাজেকের রুইলুই ও কংলাক পর্যটনকেন্দ্র, বাঘাইছড়ি, রাঙামাটি, ২১ সেপ্টেম্বর
বেকারি কারখানায় কেক তৈরির জন্য ট্রেতে কাগজের ফুল সাজাচ্ছেন নারী শ্রমিক রিজিয়া বেগম। প্রতি সপ্তাহে এ কাজের জন্য একজন নারী মজুরি পান এক হাজার টাকা। যশপাড়া, বগুড়া, ২১ সেপ্টেম্বর
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের ষাটোর্ধ্ব ছয়েফ চৌধুরী। কাতারে দীর্ঘ সময় কাটানোর পর দেশে ফিরে আসেন। নিজ বাড়িতেই শখের বশে পশুপাখি পালা শুরু করেন। সেই পশুপাখিদের তালিকায় রয়েছে তিনটি উটপাখি। সিলেট, ২১ সেপ্টেম্বর
ঢাকা–নারায়ণগঞ্জ থেকে আসা কার্গো-ট্রলার থেকে সিমেন্টের বস্তা খালাস করছেন শ্রমিকেরা। এ কাজে তাঁরা বস্তাপ্রতি তিন টাকা মজুরি পান। সাদিপুর, ফরিদপুর, ২১ সেপ্টেম্বর
এখনো কিছু এলাকায় নাবী জাতের পাট জাগ দেওয়ার কাজ চলছে। মহিষের গাড়িতে করে জলাশয়ে নিয়ে আসা হচ্ছে এসব পাট। কুচিয়ামোড়া, আতাইকুলা, পাবনা, ২১ সেপ্টেম্বর
লাইন থেকে ছিটকে পড়েছে মালবাহী ট্রেনের কনটেইনার। লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার সিলেট-চট্টগ্রাম সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিস্তারগেট, টঙ্গী, গাজীপুর, ২১ সেপ্টেম্বর
ভোর থেকে লাইন ধরে দাঁড়ানোর পরও অনেকেই টিসিবির পণ্য কিনতে পারছেন না এমন অভিযোগ করেন ক্রেতারা। টিসিবির গাড়িজুড়েই ক্রেতাদের হুড়োহুড়ি। আলতাফুন্নেছা মাঠ, বগুড়া, ২১ সেপ্টেম্বর
ভরা পূর্ণিমা ঘিরে সাগর মোহনা থেকে নদীতে ইলিশ প্রবেশ শুরু করেছে। এর ফলে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ। এই মৌসুমে আজ প্রথম ইলিশে ইলিশে সরগরম চাঁদপুর। বড় বড় ট্রলার থেকে নামানো হচ্ছে ইলিশ। বড়স্টেশন মাছঘাট, চাঁদপুর, ২১ সেপ্টেম্বর
সকাল থেকেই ডিমের আড়তে কাজে ব্যস্ত আড়তদার। করোনাকালে দুই মাস আগে ডিমের দাম হালিতে ৪ থেকে ৫ টাকা বাড়লেও তা এখনো কমছে না। এতে নতুন করে ডিম কিনতে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন ডিম ব্যবসায়ীরা। লাইব্রেরি বাজার, পাবনা, ২১ সেপ্টেম্বর
প্রতিবছর বৈশাখ মাসে মাসব্যাপী কাঠের তৈরি ফার্নিচারের মেলা বসত কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি রানীর বাংলোর মাঠে। কয়েক বছর আগে বন্ধ হয়ে যায় মেলাটি। এরপর ধীরে ধীরে ময়নামতি সাবের বাজার এলাকায় গড়ে ওঠে কাঠের তৈরি ফার্নিচারের মার্কেট। নিজেরাই ফার্নিচার তৈরি করে প্রতিটি খাট ১০ হাজার থেকে ৬০ হাজার টাকা বিক্রি করে থাকে। এখান থেকে বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। ময়নামতি সাবের বাজার, কুমিল্লা, ২১ সেপ্টেম্বর
গুলশানের এক মামলায় তিন দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে আদালতে আনা হয়। ঢাকা, ২১ সেপ্টেম্বর