Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২২ মে, ২০২০)

ঘূর্ণিঝড় আম্পানের জলোচ্ছ্বাসের উচ্চতা ৩ থেকে ৪ ফুট কমিয়েছে বিশ্বের সবচেয়ে বড় শ্বাসমূলীয় বন সুন্দরবন। সুন্দরবন, ৩ নং কয়রা, কয়রা উপজেলা, খুলনা, ২০ মে। ছবি: সাদ্দাম হোসেন
আজ ২২ মে বিশ্ব জীববৈচিত্র্য দিবস। ঘূর্ণিঝড় আম্পানের সময় সুন্দরবন আবার প্রমাণ করেছে এটি কেবল বাংলাদেশের জীববৈচিত্রের সবচেয়ে বড় আধারই শুধু না, তা আমাদের প্রাকৃতিক রক্ষাকবচও। তবে আম্পানের কারণে সুন্দরবনের বেশ ক্ষতি হয়েছে। সুন্দরবন, ৩ নং কয়রা, কয়রা উপজেলা, খুলনা, ২০ মে। ছবি: সাদ্দাম হোসেন
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে নদনদীর পানি বেড়ে তলিয়ে গেছে নিচু জমির পাকা ধান। কৃষক সেগুলো কেটে ভেলায় করে এনে তুলে রাখছেন। কঠুরাকাঠি গ্রাম, সদর উপজেলা, বরিশাল, ২১ মে। ছবি: সাইয়ান
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে আসা পানিতে ভেলা ভাসিয়ে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ধর্মাদি এলাকা, নবগ্রাম, সদর উপজেলা, বরিশাল, ২১ মে। ছবি: সাইয়ান
ঈদ সামনে রেখে হাজারো মানুষ কেনাকাটা করতে বেরিয়েছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। ডাক বাংলা, খুলনা, ২২ মে। ছবি: সাদ্দাম হোসেন
সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমাতুল বিদার নামাজ আদায় করেন মুসল্লিরা। ঢাকা, ২২ মে। ছবি: হাসান রাজা