Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২৩ জুলাই ২০১৮)

ঘুরপাক খেয়ে চলছে নাচ। আঙ্গিয়ানো, স্পেন, ২২ জুলাই। ছবি: রয়টার্স
লাল টুকটুকে রঙ্গন ফুলে প্রজাপতি। সার্কিট হাউস মাঠের বৃক্ষমেলা, খুলনা, ২২ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
চকলেটের আবহে এক জুটি। ২২ জুলাই বেলজিয়ামে ম্যাচে এন ফেমেন এলাকায় এক উৎসবে এই ভাস্কর্যটি দেখা গেছে। ছবি: রয়টার্স
বাতি জ্বেলে প্রার্থনায় মগ্ন এক ভক্ত। শ্রাবণ সম্বার উৎসবে নিজের ও পরিবারের সুখের জন্য তাঁর উপবাস ও প্রার্থনা। ২৩ জুলাই, নেপাল। ছবি: রয়টার্স
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের নির্বাচনী প্রচারে তাঁর এক সমর্থককে এভাবেই দেখা যায়। করাচি, পাকিস্তান, ২২ জুলাই। ছবি: রয়টার্স
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদরিগো দুতার্তের কুশপুত্তলিকায় আগুন জ্বেলে বিক্ষোভ করছে সরকারবিরোধী লোকজন। ম্যানিলা, ফিলিপাইন, ২৩ জুলাই। ছবি: এএফপি
প্রচণ্ড ঘূর্ণিঝড়ে রাস্তার ওপর ধরাশায়ী গাছটি। জিয়ানঝু প্রদেশ, ইয়াংঝো, চীন, ২২ জুলাই। ছবি: এএফপি
জাপানে এখন দাবদাহ বয়ে যাচ্ছে। তাই বাইরে সবাইকে ছাতা মাথায় চলতে হচ্ছে। গতকাল ২২ জুলাই দেশের বিভিন্ন শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। চলতি মাসের প্রথম দুই সপ্তাহে প্রচণ্ড গরমে ১৫ জন মারা গেছে। ১২ হাজারের বেশি মানুষ গরমজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটেছে। আবহাওয়া দপ্তর সবাইকে বেশি বেশি করে পানি পান করার পরামর্শ দিয়েছে। টোকিও, ২৩ জুলাই। ছবি: এএফপি
পশুপতিনাথ মন্দিরে চলছে শ্রাবণ সম্ভার উৎসব। এক মাস ধরে চলে এ উৎসব। ভক্তরা এ সময় উপবাস রেখে ভগবান শিবের কাছে সুখ-সমৃদ্ধি প্রার্থনা করে। কাঠমান্ডু, নেপাল, ২৩ জুলাই। ছবি: রয়টার্স
প্রচণ্ড গরমে বারুনকা নদীতে গোসল করছেন লোকজন। দোব্রিচোভিস, প্যারাগুয়ে, চেক প্রজাতন্ত্র, ২২ জুলাই। ছবি: রয়টার্স
স্বেচ্ছানির্বাসনে থাকা আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দোস্তাম এক বছরের বেশি সময়ের পর ২২ জুলাই দেশে ফিরেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সমর্থকেরা। তিনি বিমানবন্দর ত্যাগ করার মুহূর্তে আচমকা আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। অল্পের জন্য রক্ষা পান আবদুল রশিদ। নিহত হন ১৪ জন। আহত হন ৬০ জন। বিস্ফোরণের পর ঘটনাস্থলের দৃশ্য এটি। কাবুল, আফগানিস্তান, ২২ জুলাই। ছবি: রয়টার্স
ইউক্রেনিয়ান ইভানজেলিস্টস এবং প্রটেস্টানদের আয়োজনে গণদীক্ষার অনুষ্ঠানে লোকজন। তারা নিপ্রো নদীর পানিতে নেমেছেন। ব্যাপটিজম অব কিয়েভান রুশদের ১০৩০ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন। কিয়েভ, ইউক্রেন, ২২ জুলাই। ছবি: রয়টার্স
টানা বৃষ্টিতে অনেককে পথ চলতে সমস্যায় পড়তে হয়। বাহাদুর শাহ পার্ক, ঢাকা, ২৩ জুলাই। ছবি: দীপু মালাকার
কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়। কলতা বাজার, ঢাকা, ২৩ জুলাই। ছবি: দীপু মালাকার
কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়তে হয় রাজধানীর অনেক এলাকার বাসিন্দাদের। ডুবে যাওয়া সড়কে চলাচলের বাহন হিসেবে অনেকেই ব্যবহার করছেন নৌকা। কাজীপাড়া, মিরপুর, ঢাকা, ২৩ জুলাই। ছবি: দীপু মালাকার
রাজধানীর বিভিন্ন সড়কে ছিল তীব্র যানজট। সৃষ্ট যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। ফার্মগেট, মিরপুর, ঢাকা, ২৩ জুলাই। ছবি: আশরাফুল আলম