Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২৩ ফেব্রুয়ারি ২০১৮)

রসের লোভে খেজুর গাছে কাঠবিড়ালি। রস খাওয়ার ফাঁকে সে এদিক-সেদিক নজর রাখছে। গুলিয়ারপাড়া, কাহালু উপজেলা, বগুড়া, সাম্প্রতিক ছবি। ছবি: সোয়েল রানা
শীতে পাতা ঝরে পুরোপুরি ন্যাড়া হয়ে গিয়েছিল মেহগনি গাছ। বসন্তে মেহগনির ডালপালায় এসেছে কচি পাতা। গাছের ডালে পাখি বসে বসন্তের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। পৈলানপুর, পাবনা শহর, ২২ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
গ্রামের মেঠোপথে এক মেয়েশিশুকে সাইকেল চালানো শেখাচ্ছে আরেকজন। পাশে থেকে এই দৃশ্য উপভোগ করছে আরেক শিশু। শ্যামপুর, চন্দনপাট ইউনিয়ন, সদর উপজেলা, রংপুর, ২২ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
সবুজ পাহাড়ি এলাকায় ফুটেছে হলদে গাঁদা ফুল। খাগড়াছড়ি শহরের খাগড়াছড়ি রিজিয়নের গিরিশোভা পার্কে সবুজের মাঝে হলদে রং নজর কাড়ছে সবার। খাগড়াছড়ি, ২২ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
গ্রামের মেঠো পথের বাঁকে বুনোফুল। পথের ধারের এই ফুল পথচারীদেরও নজর কাড়ছে। পানিসারা গ্রাম, ঝিকরগাছা উপজেলা, যশোর, ২২ ফেব্রুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলা
কাকটির তেষ্টা পেয়েছে। তাই পানির পাইপ দেখে সেখানে এসেছে। ঘাড় বাঁকিয়ে পাইপের মুখে পানির খোঁজ করছে সে। গিরিশোভা পার্ক, খাগড়াছড়ি শহর, ২২ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী