Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২৩ ফেব্রুয়ারি ২০১৯)

বাগানে ও খেতের পাশে দুই শতাধিক মৌবাক্স রেখে মধু সংগ্রহ করছেন মৌচাষিরা। এই মৌসুমে বিভিন্ন ফসলের ফুল থেকে মধু আহরণ শেষে চাকে জড়ো করে মৌমাছিরা। চাষিরা সাত দিন পরপর এসব বাক্সের চাক থেকে চার-পাঁচ মণ মধু সংগ্রহ করেন। প্রতিমণ মধু পাইকারি ছয় হাজার থেকে আট হাজার টাকা দরে বিক্রি হয়। ভাসানচর, ফরিদপুর, ২২ ফেব্রুয়ারি। ছবি: আলীমুজ্জামান
হাওরজুড়ে সবুজ বোরো ধানখেত। খেত থেকে ঘাস কেটে বাড়ি ফিরছেন দুইজন। বাওরকান্দি হাওর, সিলেট সদর, ২২ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
ফরিদপুরে এ বছর কৃষক জমিতে ব্যাপক হারে মুড়িকাটা পেঁয়াজের আবাদ করেছেন। ফলনও ভালো হয়েছে। কৃষক খেত থেকে পেঁয়াজ তুলে এনেছেন। বাড়ির পাশে বাগানে বসে পাতা কেটে পরিষ্কার করছেন পরিবারের সদস্যরা। ভাসানচর, ফরিদপুর, ২২ ফেব্রুয়ারি। ছবি: আলীমুজ্জামান
গাছে ঝুলছে বাদুড়। নতুন রাস্তা, খুলনা, ২২ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
সড়কে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, ফিরছে না সচেতনতা। দ্রুতগতির যানবাহন ও অসতেনতার কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। ঢাকা-সিলেট মহাসড়কে ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছে স্কুলশিক্ষার্থীরা। দক্ষিণ সুরমা, সিলেট, ২৩ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
পলাশ ফুলে হলদে বউ পাখি। নতুন পাড়া, রাঙামাটি, ২৩ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
শহরে সাপ্তাহিক হাটবার, সেই হাটে বারোমাসি কাঁঠাল বিক্রি করতে যাচ্ছেন পাহাড়ি নারী–পুরুষ। কলেজগেট, রাঙামাটি, ২৩ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
এক যুগ পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। শারীরিক কসরত প্রদর্শনীর মাধ্যমে অতিথিদের শুভেচ্ছা জানাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম, পাবনা, ২৩ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
ঢাকা মেডিকেলের মর্গে সিআইডির সদস্যরা নিখোঁজদের জন্য স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করছেন। ঢাকা মেডিকেল, ঢাকা, ২৩ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার