Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২৩ সেপ্টেম্বর ২০১৮)

কাশফুলের ওপরে বসে মৃদু বাতাসের ছন্দ উপভোগ করছে ছোট্ট পাখিটি। নির্মাণাধীন নতুন জেলখানা প্রাঙ্গণ, খুলনা, ২১ সেপ্টেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
ভারত মহাসাগরে জাপানি হেলিকপ্টার থেকে আনাক ক্রাকাতু নামের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখা যাচ্ছে। ইন্দোনেশিয়া, ২২ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স
বছরখানেক ধরে পানি সমস্যায় থাকা রাজধানীর ঝুলনবাড়ী এলাকায় কলসিতে করে পানি দেওয়ার কাজ করেন এই নারীরা। ঝুলনবাড়ী এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বাসাবাড়িতে পানি না তাঁরা। এভাবে কলসিতে করে পানি কিনে খাচ্ছেন। দৈনন্দিন প্রয়োজনে নিচতলায় কলসিপ্রতি ১৫ টাকা থেকে ৫ম তলার ওপরে ৫০ টাকায় পানি কিনে থাকেন। পান্নি টোলা, ২৩ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
বৃষ্টির মধ্যই যাত্রী নিয়ে রিকশা চালাচ্ছেন তাঁরা। অমৃতসর, পাঞ্জাব, ভারত, ২৩ সেপ্টেম্বর। ছবি: এএফপি
মিলান ফ্যাশন উইকে আরমানি ফ্যাশন শোর র‍্যাম্পে এক মডেল। মিলান, ইতালি, ২৩ সেপ্টেম্বর। ছবি: এএফপি
মিলান ফ্যাশন উইকে মারনি ফ্যাশন শোর র‍্যাম্পে এক মডেল। মিলান, ইতালি, ২৩ সেপ্টেম্বর। ছবি: এএফপি
যমুনা নদীতে দূষিত ফেনা। নয়াদিল্লি, ভারত, ২৩ সেপ্টেম্বর। ছবি: এএফপি
মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বিরোধী নেতা ইব্রাহিম মোহাম্মদ সাহিল ভোট দেওয়ার আগে নিজের ব্যালট পেপার নিচ্ছেন। মালে, মালদ্বীপ, ২৩ সেপ্টেম্বর। ছবি: এএফপি