Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২৪ জানুয়ারি ২০১৯)

স্কুল ছুটির পর মায়ের পিঠে চড়ে বাড়ি ফেরা। টেপুর মোড়, বড়বাড়ি, রংপুর, ২৪ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে ফুলগাছের চারা কিনছে শিক্ষার্থীরা। গাঁদা ফুলের চারার বিক্রিই বেশি। স্বনির্ভর সড়ক, খাগড়াছড়ি, ২৪ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
ফুটন্ত ফুলটি মধ্যমণি। বাকিরা ফোটার অপেক্ষায়। দারোগারভিটা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ২৩ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
গাঁদা ফুলে মগ্ন প্রজাপতি। রাউজান থানা, চট্টগ্রাম, ২২ জানুয়ারি। ছবি: এস এম ইউসুফ উদ্দিন
রিংকু সাহা খুলনার বটিয়াঘাটা উপজেলা বাজারে বিস্কুট বিক্রি করেন। একটি মাত্র মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। আর স্বামী দিনমজুরের কাজ করেন। খুলনা শহর থেকে বিস্কুট কিনে এনে দেয় রিংকুর স্বামী। এখান থেকে দৈনিক প্রায় ২০০ টাকার মতো লাভ হয়। সংসার খরচে সুবিধাও হয়। বটিয়াঘাটা বাজার, খুলনা, ২৩ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
তারুণ্যের জয়োৎসব অনুষ্ঠানের মঞ্চে অতিথি ও আয়োজকেরা। ছবি: দীপু মালাকার
ত্রিপুরা নারীরা রিনাই নামে পোশাক পরেন। বিভিন্ন রঙের সুতা ও জরি দিয়ে তৈরি হয় এই পোশাক। খাগড়াপুর, খাগড়াছড়ি শহর, ২৩ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
পর্যটকদের কাছে আকর্ষণীয় জেলা পরিষদ হর্টিকালচার পার্কের ঝুলন্ত সেতু। সকাল হতে সন্ধ্যা পর্যন্ত থাকে এমন ভিড়। জেলা পরিষদ হর্টিকালচার পার্ক, খাগড়াছড়ি, ২৪ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
কানাডায় এখন প্রচণ্ড ঠান্ডা। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টা প্রতিদিনই তাপমাত্রা অনেক কম থাকে। বরফে ঢেকে গেছে বাড়ির দরজার সামনে রাখা সব জুতো। উইন্ডসর শহর, কানাডা, সম্প্রতি তোলা। ছবি: সুরাইয়া খন্দকার
তুষারে ঢেকে গেছে কানাডার উইন্ডসর শহর। তুষার নিয়ে খেলায় মেতেছে শিশুরা। উইন্ডসর, কানাডা, ২৩ জানুয়ারি। ছবি: সুরাইয়া খন্দকার
সকাল সকাল ছাগল চরাতে যাচ্ছেন এক গৃহস্থ। পালিচড়া, রংপুর, ২৪ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
জমিতে লাঙল দিচ্ছেন কৃষক। হাজীপাড়া, সদ্যপুস্কর্নী, রংপুর, ২৪ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
শীতে জবুথবু হয়ে চলছে বিছন তোলা। পালিচড়া, রংপুর, ২৪ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
কনকনে শীতে জমিতে মই দিচ্ছেন কৃষকেরা। মুন্সীপাড়া, সদ্যপুস্কর্নী, রংপুর, ২৪ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল ও কলেজে পিঠা উৎসবে নাচ পরিবেশন করছে এক শিক্ষার্থী। জামিলনগর, বগুড়া, ২৪ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল ও কলেজে পিঠা উৎসবে বাহারি পিঠার পসরা। জামিলনগর, বগুড়া, ২৪ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে তারুণ্যের জয়োৎসবে তরুণেরা। টিকাটুলি, ২৪ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
‘মনটায় মোর পিঠা খাবার চায়’ স্লোগানে খুলনা সরকারি মহিলা কলেজ আয়োজন করে পিঠা উৎসবের। উৎসবে মেতেছেন কলেজের শিক্ষার্থীরা। সরকারি মহিলা কলেজ, খুলনা, ২৪ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
খুলনা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসব। উৎসবের স্মৃতি ধরে রাখতে সেলফি তুলছেন শিক্ষার্থীরা। সরকারি মহিলা কলেজ, খুলনা, ২৪ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
যশোর থেকে আসা সবজিবোঝাই ট্রাকে উঠে দলছুট হয় হনুমানটি। পিরোজপুর এসে ট্রাক থেকে নেমে অচেনা পরিবেশে অসহায় বোধ করে। রাজারহাট, পিরোজপুর, ২৪ জানুয়ারি। ছবি: এ কে এম ফয়সাল
বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে জাতীয় পিঠা উৎসব। দর্শনার্থীরা আসছেন, পিঠাও কিনে খাচ্ছেন। সেগুনবাগিচা, ঢাকা, ২৪ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চলছে ‘যুগপূর্তি জাতীয় পিঠা উৎসব ১৪২৫’। পিঠা উৎসবে সবার নজর কেড়েছে এই গাজরের পিঠা। সেগুনবাগিচা, ঢাকা, ২৪ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
সিলেট নগরের বিভিন্ন এলাকায় চলছে নর্দমা সংস্কারের কাজ। নর্দমার জল-কাদা জমে আছে সড়কে। নির্মাণসামগ্রী ও জল-কাদার জন্য চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। মদিনা মার্কেট, সিলেট, ২৪ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
ঘাস খাওয়াতে গরু নিয়ে মাঠে এসেছে দুই বালক। গরু বশে আনার চেষ্টা দুজনেরই। বাদাঘাট, সিলেট, ২৪ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও সিটি ব্যাংকের সহযোগিতায় রাজশাহী নগরের সিলভার জুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার কম্বল বিতরণ করা হয়। রাজশাহী, ২৪ জানুয়ারি। ছবি: শহীদুল ইসলাম
তিনটি সংস্থার কারণে আটকে গেছে ১০০ কোটি টাকার প্রকল্পের কাজ। মোল্লাপাড়া, রাজশাহী। ছবি: শহীদুল ইসলাম
বৈদ্যুতিক তারে বসেছে নীলকণ্ঠ পাখি। এটি পার্বত্য চট্টগ্রামে বেশি দেখা যায়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এই প্রজাতির পাখিকে ‘বিপদগ্রস্ত’ হিসেবে চিহ্নিত করেছে। দীঘিনালা, খাগড়াছড়ি, ২৪ জানুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া