Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২৪ জুন ২০১৮)

পুকুরে ফুটেছে পদ্ম ফুল, আছে শাপলাও। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, খুলনা, ২২ জুন। ছবি: সাদ্দাম হোসেন
আকাশে ডানা মেলে উড়ছে একঝাঁক শামুকখোল পাখি। ইসবপুর গ্রাম, কাহালু উপজেলা, বগুড়া, ২৩ জুন। ছবি: সোয়েল রানা
বোরো খেত থেকে সবেই ধান কাটা হয়েছে। সেই খেতে খাবার খুঁজছে শামুকখোল পাখি। ইসবপুর গ্রাম, কাহালু উপজেলা, বগুড়া, ২৩ জুন। ছবি: সোয়েল রানা
ভ্যাপসা গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। এ সময় আকাশে দেখা গেল মেঘের আনাগোনা। ভুঁইয়াগাঁতী এলাকা, ঘুড়কা ইউনিয়ন, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ২৩ জুন। ছবি: সাজেদুল আলম
ঘাসের ওপর শুয়ে পাতা নিয়ে আপন মনে খেলছে এক শিশু। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, খুলনা, ২২ জুন। ছবি: সাদ্দাম হোসেন
রোদের আলোয় ঝলমল করছে কলাবতী ফুল। এটি সর্বজয়া নামেও পরিচিত। ফুলালদুলিয়া, সুজানগর, পাবনা, ২৩ জুন। ছবি: হাসান মাহমুদ
সদ্য মা হওয়া নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন ফুটফুটে মেয়েকে নিয়ে প্রথমবারের মতো ক্যামেরার সামনে হাজির হয়েছেন। মেয়ের নাম রেখেছেন নেভে আরোহা আরডার্ন। যার অর্থ ‘উজ্জ্বল ভালোবাসা’। সে সময় পাশে ছিলেন স্বামী ক্লার্ক গেফোর্ড। অকল্যান্ড সিটি হাসপাতাল, নিউজিল্যান্ড, ২৪ জুন। ছবি: রয়টার্স
নিষেধাজ্ঞা পেছনে ফেলে গতকাল শনিবার মধ্যরাতে চালকের আসনে বসে গাড়ি চালিয়েছেন সৌদি নারীরা। এই দিনটির জন্য নারী অধিকারকর্মীদের লড়তে হয়েছে প্রায় ৩০ বছর। গত বছরের সেপ্টেম্বরে সৌদি বাদশাহ নারীদের গাড়ি চালানোর সুযোগ দেওয়াসংক্রান্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। এরপর নারীর গাড়ি চালানোর অধিকারের পথ সুগম হয়। রিয়াদ, সৌদি আরব, ২৪ জুন। ছবি: এএফপি
রাঙামাটি শহরের রাজবন বিহার এলাকায় বাদামি রঙের কাঠবিড়ালি। ২৪ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে ১৫তম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। ঢাকা, ২৪ জুন। ছবি: আবদুস সালাম
সকালে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে রিকশাচালকের মাথায় ছাতা ধরে আছেন যাত্রী। বনশ্রী, রামপুরা, ঢাকা, ২৪ জুন। ছবি: আবদুস সালাম