Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২৪ মার্চ ২০১৮)

কুমিল্লা নগরে মশা মারতে ফগার মেশিন দিয়ে ছেটানো হচ্ছে কীটনাশক। সিটি করপোরেশনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়। শনিবার সকালে তোলা ছবি। ছোটরা এলাকা, কুমিল্লা, ২৪ মার্চ। ছবি: এমদাদুল হক
সবুজ পাতায় খাবারে খোঁজে পোকাটি। ছুটি ভাটবাউর, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ, ২৪ মার্চ। ছবি: আব্দুল মোমিন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদে মাছ শিকার। সিমলা, চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৩ মার্চ। ছবি: সাজেদুল আলম
২৫ মার্চ কাল রাত স্মরণে সমাবেশ ও প্রদীপ প্রজ্বালন করে সেক্টর কমান্ডারস ফোরাম। শনিবার সন্ধ্যায় শহীদ মিনারে তোলা ছবি। চট্টগ্রাম, ২৪ মার্চ। ছবি: সৌরভ দাশ
রওশনের পাশে দাঁড়িয়ে হাত ধরে শপথ নেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
রাঙাচ্যাগা। রাজশাহীর পদ্মার চরে। ছবি: আদনান আজাদ
দূরে দেখা যাচ্ছে ট্রেন। ভ্রুক্ষেপ নেই মোটরসাইকেল চালকের। ঝুঁকি নিয়েই চলছে পারাপার। শনিবার দুপুরে তোলা ছবি। লালবাগ রেলক্রসিং, রংপুর, ২৪ মার্চ। ছবি: মঈনুল ইসলাম
সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় চলতি মৌসুমে তরমুজের ফলন ভালো হয়েছে। সিলেটের বিভিন্ন এলাকায় বিক্রি হয় এখানকার তরমুজ। প্রতিটি তরমুজ আকারভেদে বিক্রি হচ্ছে ৩০ থেকে ১৫০ টাকায়। সিলেট, ২৪ মার্চ। ছবি: আনিস মাহমুদ
আগুনের তাপে শুঁটকি বানানোর আগে সাজানো হচ্ছে চিংড়ি। সুন্দরবনের খাল থেকে ধরা হয়েছে এসব চিংড়ি। ৭০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হয় এসব চিংড়ি শুঁটকি। জোড়শিং, কয়রা, খুলনা, ২৪ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন