Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২৫ অক্টোবর, ২০২০)

কাপ্তাই হ্রদে চলে ডিঙি। কারিগরেরা ডিঙি তৈরি করছেন। বন্দুকভাঙা, মুবাছড়ি, রাঙামাটি, ২৫ অক্টোবর।
পদ্মা সেতুতে বসানো হয়েছে ৩৪তম স্প্যান। এর ফলে সেতুর ৫ হাজার ১০০ মিটার (৫ কিলোমিটারের বেশি) দৃশ্যমান হয়েছে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ৭ ও ৮ নম্বর খুঁটিতে এই স্প্যান স্থাপন করা হয়। লৌহজং, মুন্সিগঞ্জ, ২৫ অক্টোবর।
মাছ শিকারে পটু পানকৌড়ি। বলরামপুর, পাবনা, ২৪ অক্টোবর
নৌকা একটাই। চেঙ্গী নদী পার হতে তাই এত অপেক্ষা। আরামবাগ, খাগড়াছড়ি, ২৫ অক্টোবর
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের সংস্কারকাজ করছেন শ্রমিকেরা। ঠাকুরছড়া নতুন বাজার, খাগড়াছড়ি, ২৫ অক্টোবর
লাল, নীল, কমলাসহ বিভিন্ন রঙের সুতা দিয়ে বিছানার চাদর (স্থানীয় ভাষায় বলা হয় বরগি) বুনতে ব্যস্ত পাহাড়ি নারী। একটি চাদর তৈরিতে এক কেজি সুতা প্রয়োজন হয়। ১ নম্বর রাবারবাগান প্রকল্প এলাকা, খাগড়াছড়ি, ২৫ অক্টোবর
পুলিশের নির্যাতনে মারা যাওয়া রায়হান আহমদের মা ছালমা বেগম বন্দরবাজার ফাঁড়ির সামনে রোববার থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। বন্দরবাজার, সিলেট, ২৫ অক্টোবর
নারী ক্রিকেটারদের চর্চা চলছে। সার্কিট হাউস মাঠ, ময়মনসিংহ, ২৫ অক্টোবর
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে প্যানেলের দাবিতে আন্দোলনরত প্রার্থীদের অবস্থান। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ২৫ অক্টোবর