Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২৫ মে ২০১৮)

শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধন শেষে স্মারক বইয়ে সাক্ষর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশে দাঁড়ানো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: বাসস
পায়রার জন্য ছড়িয়ে রাখা গমের বীজে ভাগ বসিয়েছে দুটি কাঠবিড়ালি। পিঠের ওপর পাঁচটি দাগ থাকায় এগুলো স্থানীয়ভাবে পাঁচডোরা কাঠবিড়ালি বলে পরিচিত। পাওয়ার হাউস পাড়া, পৈলানপুর, পাবনা, ২৫ মে। ছবি: হাসান মাহমুদ
মাঠের আইল ধরে বোরো ধান নিয়ে ফিরছেন কৃষকেরা। পল্লী উন্নয়ন একডেমি এলাকা, শেরপুর, বগুড়া, ২৫ মে । ছবি: সোয়েল রানা
দপদপিয়া সেতুর উপর থেকে দেখতে এমনই কীর্তনখোলা নদী। আকাশে মেঘের ভেলা, নিচে চঞ্চল নদী। বরিশাল-কুয়াকাটা মহাসড়ক, বরিশাল, ২৫ মে। ছবি: সাইয়ান
সারাদিন ঝলমলে রোদ ছিল। বিকালে রাজধানীতে শুরু হয় ভারি বর্ষণ। এক হাতে ছাতা, অন্যহাতে বাইসাইকেল সামলে গন্তব্যে যাচ্ছেন একজন। গুলশান ১ নম্বর সার্কেল এলাকা, ঢাকা, ২৫ মে। ছবি: সুমন ইউসুফ
ফুটতে শুরু করেছে শুভ্র চালতা ফুল। উত্তর কুতুকছড়ি, রাঙামাটি সদর, ২৫ মে। ছবি: সুপ্রিয় চাকমা
দেখতে ফুলের মতো হলেও এটি আসলে কলার মোচা। কুতুকছড়ি এলাকা, রাঙামাটি সদর, ২৫ মে। ছবি: সুপ্রিয় চাকমা
অফিসের জানালায় লাগানো গাছে ফুটে আছে বৃষ্টিস্নাত নীল অপরাজিতা। ট্রাফিক মোড়, পাবনা, ২৪ মে। ছবি: হাসান মাহমুদ
ফরিদপুর শহরের কমলাপুর এলাকার একটি বাড়ির বাগানের গাছে শোভা পাচ্ছে ডালিম ফুল। ফরিদপুর শহর, ২৪ মে। ছবি: আলীমুজ্জামান
ভৃঙ্গরাজ ফুলের সমারোহে প্রজাপতির আনাগোনা। খুলনা বেতার এলাকা, খুলনা, ২৫ মে। ছবি: সাদ্দাম হোসেন
ফরিদপুর শহরের কমলাপুর এলাকার একটি বাড়ির বাগানের গাছে ঝুলছে ডালিম। ফরিদপুর শহর, ২৪ মে। ছবি: আলীমুজ্জামান
পাকা কাঁঠালের গন্ধে ছুটে এসেছে কাঠবিড়ালি। সে সবার চোখ ফাঁকি দিয়ে খেয়ে সাবাড় করছে কাঁঠাল। কলবাখানী এলাকা, সিলেট নগর, ২৪ মে। ছবি: আনিস মাহমুদ
বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া বিভিন্ন দলের পতাকা বিক্রি করছেন এক ব্যক্তি। সান জোসে, কোস্টারিকা, ২৫ মে। ছবি: রয়টার্স
বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চে (বাম দিক থেকে) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। সমাবর্তন অনুষ্ঠান শেষে শান্তিনিকেতনের পূর্বপল্লিতে নির্মিত বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন তাঁরা। ভারত, ২৫ মে। ছবি: বাসস
নিজের রিকশাভ্যানে ৩০০ ঝুড়ি নিয়ে যাচ্ছেন রাজিব। যশোর থেকে রওনা হয়েছেন তিনি। খুলনা-বাগেরহাট হয়ে যাবেন পিরোজপুরে। এ জন্য তিনি পারিশ্রমিক পাবেন ২ হাজার ৩০০ টাকা। রায়েরমহল বাইপাস সড়ক, খুলনা, ২৫ মে। ছবি: সাদ্দাম হোসেন
আন্দরকিল্লা জামে মসজিদে রোজাদারদের জন্য ইফতার তৈরি করা হচ্ছে। প্রতিবছর রমজানে চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদে একসঙ্গে ইফতারে অংশ নেন অসংখ্য মুসল্লি। চট্টগ্রাম, ২৫ মে। ছবি: জুয়েল শীল
রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকার কালশী সড়কটি বৃষ্টিতে তলিয়ে গেছে। ভেসে উঠেছে দুর্গন্ধযুক্ত আবর্জনা। স্থানীয় বাসিন্দা, পথচারী ও বিভিন্ন গন্তব্যের যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে। ২৫ মে ২০১৮। ছবি: দীপু মালাকার
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সড়ক। যাতায়াতের দুর্ভোগ মাথায় নিয়েই গন্তব্যে ছুটছেন সাধারণ মানুষ। মিরপুর ১১ নম্বর-এর কালশী এলাকা। ২৫ মে ২০১৮। ছবি: দীপু মালাকার
পশ্চিমবঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে নবনির্মিত ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানের একপর্যায়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কলকাতা, ২৫ মে। ছবি: ভাস্কর মুখার্জি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে কলকাতা পৌঁছান। অনুষ্ঠানের মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্যরা। কলকাতা, ২৫ মে। ছবি: ভাস্কর মুখার্জি