Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২৫ সেপ্টেম্বর ২০১৮)

কাছেই পদচারী-সেতু থাকা সত্ত্বেও সময় বাঁচাতে সড়ক বিভাজকের দুই বেষ্টনীর ফাঁক দিয়ে নানা কসরত করে পার হওয়ার চেষ্টা করছেন এই ব্যক্তি। কিন্তু বাদ সাধল তাঁর ভুঁড়ি, শেষমেশ ব্যর্থ হয়ে পদচারী-সেতু ব্যবহার করতে বাধ্য হন তিনি। তোপখানা রোড, ঢাকা, ২৫ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
শেরপুরের নালিতাবাড়ীতে বজ্রপাত ও সড়কের ভাঙন রোধে ছয় কিলোমিটার এলাকাজুড়ে তাল ও শিমুলগাছের চারা রোপণ করা হয়েছে। নকলা-নালিতাবাড়ী দুইলেন সড়ক, যোগানিয়া এলাকা, নালিতাবাড়ী, শেরপুর, ২৫ সেপ্টেম্বর। ছবি: আবদুল মান্নান
রাজধানীর বাটা সিগন্যাল মোড়ে বিয়ের আনুষঙ্গিক সামগ্রী বিক্রির জন্য পসরা। এলিফ্যান্ট রোড, ঢাকা, ২৪ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার
নৌকা বাইচ চলছে। এই বাইচ দেখার জন্য দুই ধারে জড়ো হয়েছেন হাজারো মানুষ। লক্ষ্মীকুণ্ডা, ঈশ্বরদী, পাবনা, সাম্প্রতিক ছবি। ছবি: হাসান মাহমুদ
বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করে। ঢাকা, ২৫ সেপ্টেম্বর। ছবি শামসুল হক
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকালের আলোয় ফুটে আছে লাল রঙ্গন। পাবিপ্রবি ক্যাম্পাস, পাবনা, ২৫ সেপ্টেম্বর। ছবি: হাসান মাহমুদ
বাড়ির আঙিনায় রাখা হয়েছে দিদারুল আলমের মরদেহ। এ সময় দাদি ছেমনা বেগমের কোলে দিদারের ছয় মাস বয়সী ছেলে মো. শাহিন। মঙ্গলবার সকালে চট্টগ্রামের মিরসরাইয়ের ঠাকুরদিঘি এলাকায় ট্রাকচাপায় অন্য চারজনের সঙ্গে নিহত হন সিএনজিচালিত অটোরিকশার চালক দিদারুল। পূর্ব দুর্গাপুর এলাকা, মিরসরাই, চট্টগ্রাম, ২৫ সেপ্টেম্বর। ছবি: ইকবাল হোসেন
সিলেটের টুকেরবাজার এলাকায় সুরমা নদীর ওপর নির্মিত শাহজালাল তৃতীয় সেতুর সংযোগস্থলের স্টিলের পাটাতন সরে গেছে। দীর্ঘদিন ধরে সেতুটির সংযোগস্থলগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখান দিয়ে ঝুঁকি নিয়ে চলে যানবাহন। তাতে অনেক সময় ঘটছে দুর্ঘটনা। টুকেরবাজার এলাকা, সিলেট, ২৫ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
সুরমা নদীতে শিকারে ব্যস্ত চিল। কাজীরবাজার এলাকা, সিলেট নগর, ২৫ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
নদে জাল ফেলে মাছ শিকার করছেন এক মৎস্যজীবী। চেঙ্গেরখাল নদ, সিলেট সদর, ২৫ সেপ্টেম্বর। ছবি: আনিস মাহমুদ
সিরাজগঞ্জের চেহালী উপজেলার ভাঙনের শিকার আরমুসুকা সরকার প্রাথমিক বিদ্যালয়। চেহালী উপজেলা, সিরাজগঞ্জ, ২৪ সেপ্টেম্বর। ছবি: এনামুল হক
আর কদিন পরই শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজার প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় পার করেছেন যশোরের প্রতিমাশিল্পীরা। বেজপাড়া এলাকা, যশোরের শহর, ২৫ সেপ্টেম্বর। ছবি: এহসান-উদ-দৌলা
ঢাকা মহানগর এলাকার ১১৫টি স্কুলের অংশগ্রহণে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভাসাভি স্কুল কাবাডি-২০১৮ প্রতিযোগিতা। এ উপলক্ষে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ এইচ এম কামরুজ্জামান সরণি, ঢাকা, ২৫ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার