Thank you for trying Sticky AMP!!

বেড়াতে এসে ঝিলের জলে অনেকেই পলিথিন, চিপসের প্যাকেটসহ নানা ময়লা-আবর্জনা ফেলেন। বিডি ক্লিনের জেলা শাখার কর্মীরা সেসব আবর্জনা পরিষ্কার করছেন। শেখ রাসেল নগর পার্ক, দেওভোগ, নারায়ণগঞ্জ

এক ঝলক (২৮ নভেম্বর, ২০২০)

বাহারি রঙের ফুল নিয়ে বিক্রির জন্য বেরিয়েছেন ফেরিওয়ালা। প্রতিটি কাগজের ফুল বিক্রি করেন ১৫ টাকায়। সাতমাথা, বগুড়া।
রংপুরে শীতের তীব্রতা বেড়েছে, গরম কাপড় জড়িয়ে শিশুসন্তান কোলে নিয়ে বাড়ির বাইরে সড়কে হাঁটছেন বাবা। মডার্ন মোড়, রংপুর।
বেড়াতে এসে ঝিলের জলে অনেকেই পলিথিন, চিপসের প্যাকেটসহ নানা ময়লা-আবর্জনা ফেলেন। বিডি ক্লিনের জেলা শাখার কর্মীরা সেসব আবর্জনা পরিষ্কার করছেন। শেখ রাসেল নগর পার্ক, দেওভোগ, নারায়ণগঞ্জ
শুক্রবার থেকে শুরু হয়েছে জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবলের চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। প্রথম খেলায় রংপুর ৩-০ গোলে গাইবান্ধাকে পরাজিত করে। বল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা দুই দলের খেলোয়াড়দের। স্টেডিয়াম, রাজশাহী।
আমন ধান কেটে মেশিনে মাড়াই করে সংগ্রহ করছেন কৃষক। শম্ভুগঞ্জ, ময়মনসিংহ
এখন কমলার মৌসুম, হাটবাজারে কমলার রাজত্ব। নগরের বিভিন্ন এলাকায় ভ্যানে করে বিক্রি হচ্ছে কমলা। কোর্ট পয়েন্ট, সিলেট
চেঙ্গী নদীর ওপর স্থানীয় লোকজন বাঁশের সাঁকো তৈরি করেছেন। বেশ কিছু অঞ্চলের মানুষ জুম ও বাগানের ফসল এই সাঁকো পার হয়ে বাজারে নিয়ে যান। অনেক মানুষের ব্যবহারের ফলে প্রায় নষ্ট নড়বড়ে সাঁকোয় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় স্থানী লোকজনের। পল্টন জয়পাড়া, খাগড়াছড়ি, ২৭ নভেম্বর
দেশের করোনা পরিস্থিতি আবার খারাপের দিকে যাচ্ছে। কিন্তু সংক্রমণ থেকে রক্ষার জন্য এখনো অনেকে মাস্ক পরতে অবহেলা করছেন। দেয়ালচিত্রে সচেতনতার বার্তা জানান দিচ্ছে স্থানীয় একটি সংগঠন। বঙ্গবন্ধু উদ্যান বিনোদন কেন্দ্র, বরিশাল, ২৭ নভেম্বর।
রাজবন বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠানে প্রার্থনারত পুণ্যার্থীরা। বনবিহার, রাঙামাটি, ২৭ নভেম্বর।