Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২৮ মে, ২০২০)

ঝোপঝাড় ছেড়ে শহরের ব্যস্ত রাস্তায় উঠে এসেছিল গুইসাপটি। কয়েক কিশোর খেলার ছলে গুইসাপটিকে কিছুক্ষণ আটকে রাখলেও পরে ছেড়ে দেয়। মোহাম্মদপুর, ঢাকা, ২৮ মে। ছবি: দীপু মালাকার
বিশাল এক আরাবিয়ান গ্রুপার মাছ বয়ে নিয়ে যাচ্ছে ইরাকি কিশোর।করোনার কারণে দেশব্যাপী লকডাউনের ফলে সেখানকার বাজার পরিস্থিতি গেছে বদলে। আগে আমদানি করা তুর্কি, চীনা আর ইরানি পণ্যের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের টক্কর দিতে হতো। এখন চাঙা হয়ে উঠেছে স্থানীয় ব্যবসা। আল ফাউ শহর, ইরাক, ১৮ মে তোলা ছবিটি ২৮ মে প্রকাশিত। ছবি: এএফপি
করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসচেতনতা সৃষ্টিতে টাইমস স্কয়ারে ডিজিটাল বিলবোর্ড। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ২৭ মে। ছবি: এএফপি
বুড়িগঙ্গা নদীতে নৌকায় ঘুরছে একটি পরিবার। করোনা পরিস্থিতিতে রাজধানীর সব বিনোদনকেন্দ্র বন্ধ থাকায় অনেককেই এভাবে নৌযানে ঘুরতে দেখা যায়। বছিলা, ঢাকা, ২৮ মে। ছবি: দীপু মালাকার
ঈদ উদ্‌যাপন শেষে রাজধানী আসতে শুরু করেছেন সবাই। গণপরিবহন না থাকায় ব্যক্তিগত যানে ঢাকায় আসছেন অনেকেই। গাবতলীর আমিনবাজার সেতুতে ঢাকামুখী যানবাহনের চাপ। ঢাকা, ২৮ মে। ছবি: দীপু মালাকার
গাবতলী এলাকায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরিহিত অবস্থায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ। করোনা পরিস্থিতিতে দায়িত্ব পালনে সারা দেশে প্রশংসনীয় ভূমিকা রাখছেন পুলিশ সদস্যরা। ঢাকা, ২৮ মে। ছবি: দীপু মালাকার