Thank you for trying Sticky AMP!!

কাপ্তাই হ্রদে কাঁচকি জালে মাছ ধরতে ব্যস্ত জেলেরা। হাজারি বাঁক এলাকা, রাঙামাটি, ২৮ নভেম্বর

এক ঝলক (২৯ নভেম্বর, ২০২০)

যন্ত্রের সাহায্যে বহুতল ভবনের রড কাটছেন শ্রমিক, একটু অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা। বেতগাড়ী, শাজাহানপুর, বগুড়া, ২৮ নভেম্বর
স্বামী নেই। দুই ছেলেকে নিয়ে আছেন শিল্পী বেগম। বুদ্ধিপ্রতিবন্ধী ছেলেকে পাশে বসিয়ে ফুলের মালা গাঁথেন। আরেক ছেলে তা বিক্রি করে। রাতে তিনজন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঘুমান। এভাবেই চলে শিল্পীর ‘সংসার’
শাহ্‌ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মখদুম মেডিকেল কলেজে চত্বর, রাজশাহী, ২৮ নভেম্বর
মুখবন্ধনী না লাগিয়ে স্বাস্থ্যঝুঁকি নিয়ে পোকা দমনে জমিতে তামাকের গুঁড়া ছিটাচ্ছেন কৃষক। খাসবাগ, রংপুর, ২৮ নভেম্বর
খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের বাইরের মাঠটিতে প্রায় সারা বছরই জলাবদ্ধতা থাকে। আশপাশের ডাইং কারখানার পানি, ড্রেনের পানি আর বৃষ্টির পানি জমে এই জলাবদ্ধতার তৈরি হয়। ফতুল্লা, নারায়ণগঞ্জ, ২৮ নভেম্বর
ছোট টেবিলের ওপর নানা ধরনের অলংকারসামগ্রী নিয়ে পসরা সাজাচ্ছেন বিক্রেতা। গির্জা মহল্লা, বরিশাল, ২৮ নভেম্বর
সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত অন্যের ঘরে তোলা আমন ধান ঝাড়াই করে দেন মনোয়ারা বেগম। পারিশ্রমিক পান ২০০ টাকা, সেই আয়ের টাকায় মনোয়ারার ঘরের জন্য কেনা হয় চাল–ডাল। গৌড়িঘোনা, যশোর, ২৮ নভেম্বর
শীতে লেপের চাহিদা বেশি। শহরের কারখানা থেকে লেপ বিভিন্ন উপজেলায় নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। গুইমারা, খাগড়াছড়ি, ২৮ নভেম্বর
চা-বাগানের পাশের খেতে আমন ধান রোপণ করা হয়েছিল। ধান কেটে মাথায় করে তা বাড়ি নিয়ে যাচ্ছেন নারী চা-শ্রমিক। লাক্কাতুরা, সিলেট, ২৮ নভেম্বর
বরেন্দ্র অঞ্চলের কৃষক পরিবারের ঘরে ঘরে উঠছে নতুন ধান। ক্ষুদ্র জাতিসত্তার মানুষের মাটির বাড়িগুলো লেপে–মুছে ঝকঝকে–তকতকে করছেন গৃহিণীরা। নতুন ধানকে ‘বরণ’ করতে এই আয়োজন। নাচোল, চাঁপাইনবাবগঞ্জ, ২৮ নভেম্বর
কাপ্তাই হ্রদে কাঁচকি জালে মাছ ধরতে ব্যস্ত জেলেরা। হাজারি বাঁক এলাকা, রাঙামাটি, ২৮ নভেম্বর