Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২৯ মার্চ, ২০২০)

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে শহরের রাস্তা-ঘাট ফাঁকা। মগবাজার–মৌচাক উড়ালসড়কও সুনসান। মগবাজার, ঢাকা, ২৯ মার্চ। ছবি: আবদুস সালাম
করোনার কারণে বাইরে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে। তবে সংসার চালানোর খরচ জোগাতে কাজে যোগ দিচ্ছেন শ্রমিক ও দিনমজুরেরা। কেউ কেউ মাস্ক পরে কাজ করছেন। বড়বাজার, পাবনা, ২৯ মার্চ। ছবি: হাসান মাহমুদ
করোনার ভয়ে হাসপাতালে সাধারণ রোগীর সংখ্যা কমে গেছে। তবে জ্বর-সর্দি-কাশি নিয়ে আসছেন আতঙ্কিত রোগীরা। তারা চিকিৎসকদের পরামর্শে ফোন করছেন আইইডিসিআরের হটলাইনে। জেনারেল হাসপাতাল, পাবনা, ২৯ মার্চ। ছবি: হাসান মাহমুদ
করোনাভাইরাসের কারণে ফাঁকা নগর। পেটের দায়ে মুখে মাস্ক আর হাতে দস্তানা পরে রিকশা নিয়ে বেড়িয়েছেন এই বৃদ্ধ। শহরে লোকজন কম থাকায় সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত রিকশা চালিয়ে পেয়েছেন ৩০ টাকা। কোর্টপয়েন্ট, সিলেট, ২৮ মার্চ। ছবি: আনিস মাহমুদ
করোনার কারণে কাজকর্ম বন্ধ। তাই সাহায্যের আশায় বাড়ির ফটকে দরিদ্র মানুষেরা। মোহাম্মদপুর, শেখেরটেক, ঢাকা, ২৯ মার্চ। ছবি: মানসুরা হোসাইন
সামাজিক দূরত্ব বজায় রেখে ওষুধ কিনছেন ক্রেতারা। আব্দুল হামিদ সড়ক, পাবনা, ২৯ মার্চ। ছবি: হাসান মাহমুদ
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে শহরের কর্মহীন দিনমজুর ও ভাসমান মানুষের পাশে দাঁড়িয়েছেন কয়েকজন ঢাবি শিক্ষার্থী। তাঁরা দিনমজুরদের চাল, ডাল, পেঁয়াজ ও আলু দিচ্ছেন। টিএসসি, ঢাকা, ২৯ মার্চ। ছবি: আবদুস সালাম