Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (২৯ মে, ২০২০)

৩১শে মে থেকে সীমিত আকারে চালু হতে যাচ্ছে গণপরিবহন। তাই কমলাপুর রেলস্টেশনে টিকিট বিক্রির সময় টিকিটপ্রত্যাশীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নির্দিষ্ট দূরত্বে বক্স আঁকা হচ্ছে। ঢাকা, ২৯ মে। ছবি: দীপু মালাকার
ঈদের ছুটি শেষে ফিরছে মানুষ। ঢাকামুখী যানবাহন পাওয়া নিশ্চিত হতে আগেভাগে ঝুঁকি নিয়ে লাফিয়ে লাফিয়ে নামছে যাত্রীরা। এ সময় কোলের শিশুসন্তানকে এভাবে ফেরি থেকে নামাতে দেখা যায়। গতকাল বেলা ১১টায় মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে। ছবি: শুভ্র কান্তি দাশ
করোনা পরিস্থিতিতেও থেমে নেই বেড়ানো। বুড়িগঙ্গা নদীতে নৌকায় ঘুরছে এক পরিবার। বছিলা,ঢাকা, ২৮ মে। ছবি: দীপু মালাকার
ঈদ উদযাপন শেষে রাজধানী আসতে শুরু করেছেন অনেকে। গণপরিবহন না থাকায় ব্যক্তিগত যানে ঢাকায় আসছেন । গাবতলীর আমিনবাজার সেতুতে ঢাকামুখী যানবাহনের চাপ। ঢাকা, ২৮ মে। ছবি: দীপু মালাকার
গাবতলী এলাকায় সুরক্ষা পোশাকে দায়িত্বরত ট্রাফিক পুলিশ। ঢাকা, ২৮ মে। ছবি: দীপু মালাকার
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে দূরত্ব বজায় রেখে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। হজরত শাহজালাল (র.) এর দরগাহ মসজিদ প্রাঙ্গন, সিলেট, ২৯ মে। ছবি: আনিস মাহমুদ
পাহাড়ি লেবু। সিলেট অঞ্চলের বিভিন্ন পাহাড়-টিলায় বাণিজ্যিকভাবে চাষ হয় লেবুর। ১২ মাসেই লেবুর চাহিদা থাকলেও গরমকালে লেবুর চাহিদা বেড়ে হয় দ্বিগুণ। ভ্যানে করে বিক্রির জন্য সিলেট নগরে আনা হয়েছে লেবু। বন্দরবাজার, সিলেট, ২৯ মে। ছবি: আনিস মাহমুদ
সিলেটের বাজারে উঠেছে রসাল লিচু। নগরের বিভিন্ন এলাকায় মৌসুমি এই ফল ভ্যানে বিক্রির করছেন মৌসুমি ফল বিক্রেতারা। প্রতি শ লিচু বিক্রি হচ্ছে ২০০ টাকায়। লিচু হাতে ক্রেতা হাঁকছেন বিক্রেতা। কোর্ট পয়েন্ট, সিলেট, ২৯ মে। ছবি: আনিস মাহমুদ
মুখে মাস্ক নেই। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে ক্লান্ত শরীর নিয়ে ফুটপাতেই ঘুমিয়ে পড়েছেন এক শ্রমিক। কিনব্রিজ, সিলেট, ২৯ মে। ছবি: আনিস মাহমুদ
উত্তরবঙ্গ জুড়ে চলছে ভুট্টা তোলার মৌসুম। ঈদের আনন্দ আর করোনার আতঙ্ককে পাশ কাটিয়ে সূর্য ডোবার আগে আগেও কাজ করছেন কৃষকেরা। বড়খাতা, লালমনিরহাট, ২৯ মে। ছবি: মাইদুল ইসলাম