Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (৭ এপ্রিল, ২০২১)

করোনা মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও বাজারগুলোতে নেই কোনো নজরদারি। মাছের আড়তে স্বাস্থ্যবিধি না মেনেই চলছে কেনাবেচা। যাত্রাবাড়ী বাজার, ঢাকা, ৭ এপ্রিল
সিলেটে তৃতীয় দিনের লকডাউনে পাইকারি বাজার কালীঘাটে মালামাল নিতে আসা ট্রাকের দীর্ঘ সারি। ছবিটি সিলেট সার্কিট হাউসের সামনে থেকে তোলা। সিলেট ৭ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
লকডাউনের কারণে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় কুমিল্লা জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে অচল পড়ে আছে বাসগুলো। এই সুযোগে প্রয়োজনীয় মেরামত ও রঙের কাজ সেরে ফেলছেন অনেকেই। ৭ এপ্রিল, কুমিল্লা
টিসিবির পণ্য কিনতে গায়ে–গায়ে দাঁড়িয়ে ক্রেতাদের অপেক্ষা। নেই সামাজিক দূরত্ব মানার প্রবণতা। ছবিটি দুপুরে খামারবাড়ি থেকে তোলা। ঢাকা, ৭ এপ্রিল
সিটি করপোরেশন এলাকায় আজ সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট ও শাহবাগে বেশ কয়েকটি বাস চলতে দেখা যায়। ৭ এপ্রিল, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা
মামলার প্রতিবাদে ও অনলাইনভিত্তিক রাইড শেয়ারিং চালু রাখার দাবিতে মোটরসাইকেলের চালকেরা রাস্তা আটকে বিক্ষোভ করেন। তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা, ৭ এপ্রিল
করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ নানা বিধিনিষেধ দিয়েছে সরকার। রাজধানীর কারওয়ান বাজারে মানুষের ভিড়। ৭ এপ্রিল, কারওয়ান বাজার, ঢাকা
স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেওয়ার দাবিতে ব্যবসায়ীরা বিক্ষোভ করেন। ৭ এপ্রিল, ফুলবাড়িয়া, ঢাকা
গণপরিবহন চালু হওয়ার পর বাসভাড়া, স্বাস্থ্যবিধি, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ৭ এপ্রিল, তেজগাঁও শিল্পাঞ্চল
দোকানপাট খুলে দেওয়ার দাবিতে বুধবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করেন দোকানমালিক ও কর্মচারীরা। ৭ এপ্রিল, বসুন্ধরা, ঢাকা
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সড়কে জীবাণুনাশক পানি (ব্লিচিং পাউডার) ছিটাচ্ছে পৌরসভা। ছবিটি ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে তোলা। ৭ এপ্রিল, ফরিদপুর
দোকান খোলার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাহেববাজারের ব্যবসায়ীরা। ছবিটি রাজশাহী আরডিএ মার্কেটের সামনে থেকে তোলা। ৭ এপ্রিল, রাজশাহী