Thank you for trying Sticky AMP!!

এক ঝলক (৮ অক্টোবর ২০১৮)

সবুজ ঘাসের ওপর মাকড়সা জাল বুনেছে। জালে জমেছে ভোরের শিশির। শিশিরের ওপর সূর্যের আলো পড়ায় তা মুক্তোদানার মতো দেখাচ্ছে। জোরারগঞ্জ এলাকা, মিরসরাই, চট্টগ্রাম, ৭ অক্টোবর। ছবি: ইকবাল হোসেন
হারিয়ে যেতে বসেছে পাহাড়ি ময়না পাখি। সচরাচর আর দেখা যায় না এই পাখি। বিলুপ্তপ্রায় দুই পাহাড়ি ময়না বসে আছে কড়ইগাছের ডালে। কাপতলা এলাকা, খাগড়াছড়ি সদর, ৭ অক্টোবর। ছবি: নীরব চৌধুরী
ফোটার অপেক্ষায় লাল শাপলা। হবনগাঁতী গ্রাম, ব্রহ্মগাছা ইউনিয়ন, রায়গঞ্জ উপজেলা, সিরাজগঞ্জ, ৮ অক্টোবর। ছবি: সাজেদুল আলম
পুরান ঢাকার চকবাজারে কয়েকটি নকল প্রসাধন সামগ্রী তৈরির কারখানা ও গুদামে অভিযান চালিয়েছে র‍্যাব-১০ ও বিএসটিআই-এর একটি দল। নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। কারখানাগুলোতে লেকমে, ট্রেসেমি, জনসন অ্যান্ড জনসন, ইউনিলিভারসহ অনেক নামি কোম্পানির নকল প্রসাধন পণ্য তৈরি হতো। চকবাজার, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: আবদুস সালাম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ, ছাত্র ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘যৌন নিপীড়নবিরোধী সচেতন নাগরিক সমাবেশ’-এর আয়োজন করে। সদরঘাট, ৮ অক্টোবর। ছবি: দীপু মালাকার
ধুলা-আচ্ছন্ন পথে ভোগান্তি নিয়ে চলাচল করছে পথচারীরা। পোস্তগোলা-যাত্রাবাড়ী সড়কের উন্নয়নমূলক কাছের জন্য সৃষ্ট হচ্ছে এ ধুলা। মুরাদপুর, কদমতলি, ৮ অক্টোবর। ছবি: দীপু মালাকার
পাস হওয়া সড়ক পরিবহন আইনের বিরুদ্ধে প্রতিবাদের দ্বিতীয় দিন রাজধানীর যাত্রাবাড়ী-পোস্তগোলা সড়কে ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল বন্ধ করে দিয়ে প্রতিবাদ করেন শ্রমিক সংগঠনের সদস্যরা। পশ্চিম দোলাইরপাড়, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: দীপু মালাকার
কোটা সংরক্ষণের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। শাহবাগ, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: দীপু মালাকার
সড়ক অবরোধ করে ৫ শতাংশ কোটা সংরক্ষণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। শাহবাগ, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: দীপু মালাকার
সদ্য পাস হওয়া সড়ক পরিবহন আইনের প্রতিবাদের দ্বিতীয় দিনেও তেজগাঁও ট্রাক স্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি কোনো গাড়ি। সারা দেশে ট্রাক-লরি-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ করে দিয়ে এ প্রতিবাদ করছেন ট্রাক-লরি-কাভার্ড ভ্যান শ্রমিক-চালকেরা। তেজগাঁও, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: দীপু মালাকার
রাজধানীর সড়কের বেশির ভাগ সিগনাল বাতি অকেজো। কাঁটাবন এলাকায় বাতিসহ খুঁটি পড়ে আছে। ঢাকা, ৮ অক্টোবর। ছবি: সাবরিনা ইয়াসমীন